কৃষি মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী, আজই দেশের প্রায় ৯ কোটি কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির অষ্টম দফার টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | এই তালিকায় রয়েছে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকদের নাম | শুক্রবার সকাল ১১ টায় এ নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই কৃষকদের উদ্দেশ্যে প্রায় ১৯ হাজার কোটি টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই অনুষ্ঠানে বেশ কিছু কৃষকের সঙ্গে কথাও বলতে পারেন তিনি।
বর্তমান পরিস্থিতি, কোভিডে রীতিমতো বিধ্বস্ত অর্থনীতি। কৃষকদের অবস্থাও শোচনীয় এবং তাদের রোজগারও প্রায় থেকেছে তলানিতে | এহেন অবস্থায়, এই টাকা তাদের অনেকটাই সুবিধা করবে তা স্পষ্ট |
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা:
পিএম কিষান (PM Kisan Samman Nidhi) সম্মান নিধি যোজনায় কৃষকদের উদ্দেশ্যে বছরে ৬ হাজার টাকা সাহায্য দান করে কেন্দ্র। যা দেওয়া হয় মোট তিন কিস্তিতে। এরই প্রথম কিস্তির দু হাজার টাকা আজ পেতে চলেছেন বাংলার সাত লক্ষ কৃষকভাইরা । বাকিদের নাম এখনো ভেরিফাই না হওয়ায় এখনই সুবিধা পাচ্ছেননা তারা। পশ্চিমবঙ্গের কৃষকদের প্রথম কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হবে ৷ ১৪ মে অর্থাৎ আজই সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে সেই টাকা ৷
আপনার নাম কীভাবে চেক করবেন (How to check your name) -
https://pmkisan.gov.in/ এ লগ ইন করুন।
এখানে আপনি পাবেন ‘Farmers Corner' অপশন।
এবার 'Beneficiary List ' বিকল্পটি Farmers Corner' – থেকে চয়ন করুন।
'Beneficiary List ' অপশনে ক্লিক করুন।
এই পৃষ্ঠায়, ড্রপ ডাউন তালিকা থেকে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক নির্বাচন করুন। এখানে সুবিধাভোগীদের সম্পূর্ণ তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে।
এই প্রকল্পের অধীনে কৃষকরা লোনও পাবেন (Loan through PM KISAN) -
'প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি' প্রকল্পের আওতায় কৃষকভাইরা লোনও নিতে পারেন সহজে | এই প্রকল্প তাদের গ্রামের সাধারণ চাষীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে অর্থ সরবরাহের পাশাপাশি লোনও সরবরাহ করছে, যাতে তাদের আর্থিক উন্নতি হয় | এই লোণ কিষাণ ক্রেডিট কার্ডের আওতায়, আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ করা হয়। সরকার এই প্রকল্পের আওতায় গত বছর কৃষকদের অন্তর্ভুক্ত করেছিল, যাতে কৃষক ভাইরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এ জন্য কৃষকদের একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে।
আরও পড়ুন - কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হল ১,৫০০ কোটি টাকা
কেসিসি পিএম কিষাণের সাথে সংযুক্ত করুন (Linked your KCC with PM KISAN) -
কৃষকদের ক্রেডিট কার্ডকে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার সাথে সংযুক্ত করুন। এর ফলে কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় সহজ কিস্তিতে লোন পাবেন |
কোন কোন ব্যাঙ্ক কৃষকদের কিষান ক্রেডিট কার্ড দিচ্ছে ?
Kshetriya Gramin Bank, Bank of India, Cooperative Bank, IDBI, National Payments Corporation of India SBI, – এই ব্যাংকগুলিতে কৃষকভাইরা আবেদন করতে পারেন |
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন - রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ক্ষতির মুখে চাষীরা
Share your comments