মার্কিন মুলুকে ভয়ঙ্কর ঘটনা!একটি ট্রাকের মধ্যে মিলল অন্তত ৪৬টি নিথর দেহ। সোমবার দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর একটি প্রত্যন্ত রাস্তায় সন্দেহভাজন অভিবাসী সম্বলিত একটি ট্রাক্টর-ট্রেলার রিগ পাওয়া যায়। সেখানে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
একটি ট্রাকের মধ্যে এত মৃতদেহ কীভাবে তা নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য। যদিও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদসংস্থা KSAT জানাচ্ছে, এখন পর্যন্ত ট্রাকের ভেতর থেকে ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন সে দেশের আধিকারিকরা। এমনকি বিভিন্ন সুত্রে খবর, এমনই আরও একটি ট্রাকের নাকি সন্ধান পাওয়া গিয়েছে। সেখানেও অন্তত ১৬ টি মৃতদেহ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুনঃ গুমোট গরমে নাকাল বঙ্গবাসী,কবে আসবে বর্ষা? জেনে নিন এক ক্লিকে
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুরো ট্রাকটিকে ইতিমধ্যে ঘিরে রেখেছে এন্টোরিয়া পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স। রহস্যজনক ট্রাকটি'র চারপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে বিশেষজ্ঞরাও রয়েছেন। দেহগুলি হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে।
মৃতরা সকলেই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে সান অ্যান্টোনিওর দমকল বিভাগ। চার শিশু-সহ ১৬ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, সকাল ছ’টা নাগাদ একজন স্থানীয় মানুষ আর্তনাদ শুনতে পান। তারপরেই ট্রাকটি দেখতে পান তিনি। ভিতরে ঢুকে বেশ কয়েকটি মৃতদেহ দেখতে পান। দেহে আঘাতের চিহ্ন ছিল বলেই জানিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু পুলিশের তরফ থেকে এই ধরণের তথ্য অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুনঃ ধর্মীয় ভাবাবেগে আঘাত, নাকি বিজেপি বিরোধীতাই জুবের কে গ্রেফতার করার আসল কারন,প্রশ্ন বিরোধীদের
Share your comments