বাংলাতেও হোক পোস্তর চাষ,অনুমোদন চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায়।বিধানসভায় বক্তৃতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,

Saikat Majumder
Saikat Majumder
পোস্ত চাষের অনুমোদন চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য।

কৃৃষিজাগরন ডেস্কঃ রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভায় বক্তৃতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,'পোস্ত আমাদের অত্যন্ত প্রিয় একটা খাবার।রাজ্যের মানুষের জন্য আমরা পোস্ত চাষ করতে চাই।কিছু রাজ্য যদি করতে পারে,তাহলে আমরা অনুমতি পাব না কেন?''প্রশ্ন মুখ্যমন্ত্রীর।  

তিনি বলেন,'পোস্তর দাম অনেক বেশি কারণ এটি শুধুমাত্র কয়েকটি রাজ্যে চাষ করা হয়।বাঙালিরা 'পোস্ত' পছন্দ করে।কেন এটি শুধুমাত্র চারটি রাজ্যে চাষ করা হবে? কেন পশ্চিমবঙ্গে নয়?'। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন"কেন আমাদের অন্যান্য রাজ্য থেকে বেশি দামে 'পোস্ত' কিনতে হবে? কেন পশ্চিমবঙ্গ চাষের অনুমতি পাবে না? আমি বিরোধী দলের সদস্যদের এ বিষয়ে কেন্দ্রকে লিখতে বলব,"

আরও পড়ুনঃ প্রয়াত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক, শোকের ছায়া চলচিত্র জগতে

ভারতে মাত্র চারটি রাজ্যই পোস্ত চাষের অনুমোদন পায়।তবে সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন মেনে এই চাষ করতে হয়।১৯৮৫ সালের নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন মেনেই পোস্ত চাষ নিয়ন্ত্রণ করা হয়।এই আইন অনুযায়ী,শুধুমাত্র অনুমোদিত চাষীরাই এই চাষ করতে পারেন।এবং তাদের ফসল মানে পোস্তদানা এবং ল্যাটেক্সের সবটাই নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডকে বিক্রি করতে হয়।এছাড়া চাষীরা কতটা জমিতে পোস্তো চাষ করতে পারবেন তাও নিয়ন্ত্রিত হয় বোর্ড দ্বারা।এমনকি কেউ যদি অনুমোদনের বেশি পোস্ত চাষ করেন তবে তার অনুমোদন বাতিল করে দেওয়া হয়।  

২০২০ সালে ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির (ইস্টার্ন জ়োনাল কাউন্সিল) বৈঠকের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই বিষয়টি উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার পরও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ আগামী দু’বছর কৃষি পণ্যের উপর কোনও আয়কর নয়ঃ চন্দ্রিমা ভট্টাচার্য

আজ ফের একবার বিধানসভায় খাদ্য ও সরবরাহ দফতরের বাজেট ডিমান্ড সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, 'আমরা সবাই পোস্ত ভালবাসি। কী উত্তরবঙ্গ, কী  দক্ষ্মিনবঙ্গ- পোস্ত খেতে কে না ভালবাসে?  তাই, আমি কেন্দ্রের কাছে আবার অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। অন্য রাজ্য যদি চাষের অনুমতি পেতে পারে আমরা পাব না কেন?'

Published On: 10 March 2023, 06:16 PM English Summary: The chief minister wrote a letter asking for permission to cultivate poster in Bengal

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters