শুক্রবার গভীর রাতে হটাত সিদ্ধান্ত কেন্দ্রের। নিষেধাজ্ঞা জারি করল গমের রফতানিতে। দেশীয় বাজারে দাম কমানোর জন্যই এই পন্থা অবলম্বন করল কেন্দ্র। এমনকি অবিলম্বে গম রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা যাতে কার্যকরী হয় সেদিকে কড়া নজর কেন্দ্রের। দেশের বেশিরভাগ মানুষরই খাদ্য তালিকায় থাকে আটা। গমের রফতানি বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে লাগামহীন বাড়ছে আটার দাম। তাই দাম কমাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আপাতত স্থগিত গম রফতানি। খাদ্য সুরক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারনে বিশ্বে গমের চাহিদা এতটা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি গম রফতানি হয় এই দুই দেশ থেকে। কিন্তু যুদ্ধের কারণে এখন গোটা বিশ্ব গমের জোগান পাওয়ার জন্যও ঝুঁকছে ভারতের দিকে। ভারত বিশ্বব্যাপী রফতানি শুরু করলে দেশীয় বাজারে গমের ঘাটতি দেখা দিয়েছে। আর সেই কারণেই বাড়ছে আটার দাম। এপ্রিল মাসে আটার দাম বেড়ে হয়েছে ৩৩ টাকা। ২০১০ সালের পর এই প্রথম এত বাড়ল আটার দাম। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal) সোশ্যাল মিডিয়ায় বলেন "ভারতের কৃষকেরা বিশ্বকে খাবার খাওয়াচ্ছে।" এই অর্থবর্ষে ইতিমধ্যেই ভারত ১০০ লাখ টন গম রফতানি করেছে। আর সেই কারণেই দেশীয় বাজারে গমের দাম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ।
আরও পড়ুনঃ “তৃণমূল নেতাদের পিছনে পেট্রল দিয়ে মজা দেখুন, আলুর দাম কেন বাড়ছে” দিলীপ ঘোষ
বিশেষজ্ঞদের মতে এই বছর গমের উৎপাদন অনেক কম। পাশাপাশি যুদ্ধের কারণে অন্যান্য দেশ ঝুঁকছে ভারতের দিকে। তবে কেন্দ্রের তরফে জানান হয়েছে রফতানি একেবারেই বন্ধ হবে না। যদি কোনও দেশের সত্যিই প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই দেশে গমের জোগান দেবে ভারত। কোনও দেশের খাদ্য সুরক্ষার জন্য সবসময় পাশে থাকবে ভারত।
আরও পড়ুনঃ পুনরায় ফিরছে 'কৃষক রত্ন' পুরস্কার, রাজ্যের ৩৪২ জন পেতে চলেছে কৃষক রত্ন পুরস্কার
Share your comments