ঝাঁটা, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাড়ি, অফিস, স্কুল, রাস্তা সব স্থান পরিষ্কার রাখতে ঝাঁটা একটি অপরিহার্য বস্তু৷ গোটা বিশ্বে তাই ঝাঁটার কদর একই রকমভাবে বজায় রয়েছে৷ প্রাকৃতিক উপকরণেও যেমন ঝাঁটা তৈরি করে বিক্রি করা হয়, তেমনই কৃত্রিম উপকরণেও তা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়৷ গ্রাম হোক বা শহরে এই ঝাঁটা তৈরির ব্যবসাতে উপার্জন করতে (Broom Making Business) পারেন যে কেউ৷
ভারতে ফুল ঝাঁটার চাহিদা তুঙ্গে থাকলেও, অন্যান্য উপকরণ যেমন, খেজুর পাতা, পাম পাতা, বাঁশ, নারকেলের ছোবড়া প্রভৃতিও ব্যবহার করা হয়ে থাকে ঝাঁটা তৈরির ক্ষেত্রে৷ এটি হাত দিয়ে তৈরি করে থাকেন বহু কারিগর৷ ছোট ঝাঁটা থেকে বড় ঝাঁটা, বিভিন্ন ধরণের ঝাঁটা বাজারে দেখতে পাওয়া যায়৷ কিছুক্ষেত্রে প্লাস্টিকের ঝাঁটাও দেখতে পাওয়া যায়৷ তবে পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহারের ওপর বারবার জোর দেওয়া হয়েছে এবং পরিবেশ দূষিত যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রত্যেকের কর্তব্য৷ তাই প্রাকৃতিক উপকরণে তৈরি ঝাঁটা যেমন সহজলভ্য তেমনই এর চাহিদাও অনেক৷
বর্তমানে ঘর পরিষ্কারে অনেকেই আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হলেও, ঝাঁটা আগের মতোই তার জায়গা ধরে রেখেছে৷ আর এই ঝাঁটা তৈরির ব্যবসা (Broom Making Business) তাই আপনাকে নিরাশ করবে না৷ কঠিন আর্থিক পরিস্থিতিতে উপার্জনের পথ খুলে দিতে পারে৷ এই কাজের জন্য খুব বেশি জায়গারও প্রয়োজন হবে না৷ ৫০ বর্গমিটার জায়গা পেলে তাতেও এই কাজ শুরু করে দেওয়া যেতে পারে৷
ঝাঁটা বেশিরভাগ ক্ষেত্রে হাতে তৈরি করা হলেও, আপনার পুঁজি যদি বেশি থাকে, এবং কম সময়ে বেশি সংখ্যক ঝাঁটা তৈরি করতে চান তাহলে মেশিনের সাহায্য নিতে পারেন৷ আপনি চাইলে অনলাইনে এই মেশিন কিনে নিতে পারেন৷ এবং অন্যান্য বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এই ঝাঁটাও অনলাইনে বিক্রি করা যেতে পারে৷
আপনি বিভিন্ন ধরণের ঝাঁটা তৈরি করতে পারেন৷ কোন কোন কাঁচামাল (Raw Material) আপনি পাচ্ছেন তার ওপরও বিষয়টি যেমন নির্ভর করছে, আবার কোন ধরণের ঝাঁটার চাহিদা বেশি তাও দেখতে হবে আপনাকে৷ ঝাঁটার প্রধান উপকরণ ছাড়া, প্লাস্টিক টেপ, স্ট্র্যাপিং ওয়্যার, ব্রুম হ্যান্ডেল ক্যাপ প্রভৃতিরও প্রয়োজন হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে ফুল ঝাঁটাই ব্যবহৃত হয় বাড়িতে৷ তাই কম পুঁজি থাকলে এই ঝাঁটা হাতে তৈরি করে বিক্রির (Broom Making Business) প্রচেষ্টা শুরু করতেই পারেন৷
এই কাজে যেমন পুঁজি বেশি প্রয়োজন হয় না প্রাথমিক ক্ষেত্রে, তেমনই জায়গাও খুব বেশি লাগে না৷ উপরন্তু প্রতি মাসে প্রায় বিনিয়োগ দ্বিগুন বা তার থেকেও বেশি উপার্জনের সুযোগ থাকে৷ তবে শুধু ঝাঁটা তৈরিই নয় তার বিক্রির বিষয়টির ওপরও নজর রাখতে হবে৷ এভাবে আপনি কম সময়ের মধ্যে ঝাঁটা তৈরির ব্যবসা থেকে প্রচুর উপার্জন করতে পারবেন৷
আরও পড়ুন- ১০-২০ হাজারের মধ্যে বিনিয়োগে (Low Investment Business) বাড়ি থেকেই ব্যবসা করুন, প্রচুর লাভের সুযোগ
Share your comments