বাড়িতে বসেই এই ব্যবসা (Broom Making Business) শুরু করুন, মাসের শেষে প্রচুর উপার্জনের সুযোগ

গোটা বিশ্বে ঝাঁটার কদর একই রকমভাবে বজায় রয়েছে৷ প্রাকৃতিক উপকরণেও যেমন ঝাঁটা তৈরি করে (Broom Making Business) বিক্রি করা হয়, তেমনই কৃত্রিম উপকরণেও তা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়৷ গ্রাম হোক বা শহরে এই ঝাঁটা তৈরির ব্যবসাতে উপার্জন করতে পারেন যে কেউ৷

KJ Staff
KJ Staff
Broom Making Business

ঝাঁটা, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাড়ি, অফিস, স্কুল, রাস্তা সব স্থান পরিষ্কার রাখতে ঝাঁটা একটি অপরিহার্য বস্তু৷ গোটা বিশ্বে তাই ঝাঁটার কদর একই রকমভাবে বজায় রয়েছে৷ প্রাকৃতিক উপকরণেও যেমন ঝাঁটা তৈরি করে বিক্রি করা হয়, তেমনই কৃত্রিম উপকরণেও তা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়৷ গ্রাম হোক বা শহরে এই ঝাঁটা তৈরির ব্যবসাতে উপার্জন করতে (Broom Making Business) পারেন যে কেউ৷

ভারতে ফুল ঝাঁটার চাহিদা তুঙ্গে থাকলেও, অন্যান্য উপকরণ যেমন, খেজুর পাতা, পাম পাতা, বাঁশ, নারকেলের ছোবড়া প্রভৃতিও ব্যবহার করা হয়ে থাকে ঝাঁটা তৈরির ক্ষেত্রে৷ এটি হাত দিয়ে তৈরি করে থাকেন বহু কারিগর৷ ছোট ঝাঁটা থেকে বড় ঝাঁটা, বিভিন্ন ধরণের ঝাঁটা বাজারে দেখতে পাওয়া যায়৷ কিছুক্ষেত্রে প্লাস্টিকের ঝাঁটাও দেখতে পাওয়া যায়৷ তবে পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহারের ওপর বারবার জোর দেওয়া হয়েছে এবং পরিবেশ দূষিত যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রত্যেকের কর্তব্য৷ তাই প্রাকৃতিক উপকরণে তৈরি ঝাঁটা যেমন সহজলভ্য তেমনই এর চাহিদাও অনেক৷

Broom

বর্তমানে ঘর পরিষ্কারে অনেকেই আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হলেও, ঝাঁটা আগের মতোই তার জায়গা ধরে রেখেছে৷ আর এই ঝাঁটা তৈরির ব্যবসা (Broom Making Business) তাই আপনাকে নিরাশ করবে না৷ কঠিন আর্থিক পরিস্থিতিতে উপার্জনের পথ খুলে দিতে পারে৷ এই কাজের জন্য খুব বেশি জায়গারও প্রয়োজন হবে না৷ ৫০ বর্গমিটার জায়গা পেলে তাতেও এই কাজ শুরু করে দেওয়া যেতে পারে৷

ঝাঁটা বেশিরভাগ ক্ষেত্রে হাতে তৈরি করা হলেও, আপনার পুঁজি যদি বেশি থাকে, এবং কম সময়ে বেশি সংখ্যক ঝাঁটা তৈরি করতে চান তাহলে মেশিনের সাহায্য নিতে পারেন৷ আপনি চাইলে অনলাইনে এই মেশিন কিনে নিতে পারেন৷ এবং অন্যান্য বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এই ঝাঁটাও অনলাইনে বিক্রি করা যেতে পারে৷

Broom Making

আপনি বিভিন্ন ধরণের ঝাঁটা তৈরি করতে পারেন৷ কোন কোন কাঁচামাল (Raw Material) আপনি পাচ্ছেন তার ওপরও বিষয়টি যেমন নির্ভর করছে, আবার কোন ধরণের ঝাঁটার চাহিদা বেশি তাও দেখতে হবে আপনাকে৷ ঝাঁটার প্রধান উপকরণ ছাড়া, প্লাস্টিক টেপ, স্ট্র্যাপিং ওয়্যার, ব্রুম হ্যান্ডেল ক্যাপ প্রভৃতিরও প্রয়োজন হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে ফুল ঝাঁটাই ব্যবহৃত হয় বাড়িতে৷ তাই কম পুঁজি থাকলে এই ঝাঁটা হাতে তৈরি করে বিক্রির (Broom Making Business) প্রচেষ্টা শুরু করতেই পারেন৷

এই কাজে যেমন পুঁজি বেশি প্রয়োজন হয় না প্রাথমিক ক্ষেত্রে, তেমনই জায়গাও খুব বেশি লাগে না৷ উপরন্তু প্রতি মাসে প্রায় বিনিয়োগ দ্বিগুন বা তার থেকেও বেশি উপার্জনের সুযোগ থাকে৷ তবে শুধু ঝাঁটা তৈরিই নয় তার বিক্রির বিষয়টির ওপরও নজর রাখতে হবে৷ এভাবে আপনি কম সময়ের মধ্যে ঝাঁটা তৈরির ব্যবসা থেকে প্রচুর উপার্জন করতে পারবেন৷

 

আরও পড়ুন- ১০-২০ হাজারের মধ্যে বিনিয়োগে (Low Investment Business) বাড়ি থেকেই ব্যবসা করুন, প্রচুর লাভের সুযোগ

গ্রাম হোক বা শহর নামমাত্র বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা (Nominal investment, huge profit), মুনাফা হবে প্রচুর

Published On: 03 July 2020, 12:17 PM English Summary: earn more by broom making business

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters