Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 15 July, 2020 9:29 PM IST
LPG

নভেল করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত সমগ্র জনজীবন। বেড়েই চলেছে সংক্রমণ, ক্রমশ সম্প্রসারিত হচ্ছে লকডাউন। চাকরি হারিয়ে বেকার বহু মানুষ। সাম্প্রতিক পরিস্থিতির উপর ভিত্তি করে অনেকেই ব্যবসার দিকে আগ্রহী হচ্ছেন। কিন্তু দ্বন্দে রয়েছেন, কীসের ব্যবসা শুরু করলে তাদের লোকসানের সম্মুখীন হতে হবে না। আজ আপনার জন্য রয়েছে এমন এক ব্যবসায়িক ধারণা, যা থেকে লাভ বই লোকসান হবে না। স্বল্প বিনিয়োগে শুরু করতে পারেন গ্যাসের ডিলারশিপ ব্যবসা।

কোনও কোম্পানির ডিলারশিপ নেওয়ার অর্থ হল, একটি নির্দিষ্ট এলাকায় সেই কোম্পানির পণ্যের বিপণন ও বন্টনের যাবতীয় দায়িত্ব নেওয়া। মনে করুন কোন কোম্পানি আপনার এলাকায় ডিলার নিয়োগ করবে। আপনি যদি সেই ডিলারশিপ নিতে চান তাহলে চুক্তি অনুযায়ী আপনাকে সেই এলাকায় ওই কোম্পানীর পণ্য বিতরণের যাবতীয় দায়িত্ব নিতে হবে। পণ্য বিপণন থেকে উপভোক্তাকে সুযোগ সুবিধা দেওয়া পুরোটাই দেওয়া হবে আপনার মাধ্যমে।

 

যেকোন ব্যবসার জন্য ট্রেড-লাইসেন্স আবশ্যক। সুতরাং আপনাকে এলপিজি গ্যাসের ডিলারশীপ নিতে হলে অব্যশই ট্রেডলাইসেন্সের কপি জমা দিতে হবে। আর এলপিজি গ্যাস যেহেতু বিপদজনক দাহ্য পদার্থ সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত হিসেবে বিস্ফোরক লাইসেন্স সংগহ করতে হবে।

ফায়ার সার্ভিস থেকে আপনি প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের প্রেক্ষিতে পরিদর্শন পূর্বক পেয়ে যাবেন বিস্ফোরক লাইসেন্স। এলপিজি গ্যাসের ডিলারশীপ কিংবা খুচরা বিক্রয় উভয় ক্ষেত্রেই বিস্ফোরক লাইসেন্স আবশ্যক। এ লাইসেন্স ব্যাতীত এলপিজি গ্যাসের মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ।

LPG Cylinder

আবেদনের শর্তাবলী (Application Procedure) -

 (১) গ্যাস এজেন্সির অফিস এবং গোডাউনের জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে।

(২) গ্যাসের ডিলারশিপ নেওয়ার জন্য আবেদনকারীর বয়স ২১ বা তার ঊর্ধ্বে হওয়া বাঞ্ছনীয়।

(৩) আবেদনকারীর কাছে গ্যাস এজেন্সির সংরক্ষণ নিয়ম থাকবে।

(৪) গোডাউন -এর জন্য গ্যাস কোম্পানি আকার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

(৫) গ্যাস সিলিন্ডারগুলি ডেলিভারি করার জন্য উপযুক্ত কর্মী থাকতে হবে।

(৬) আপনার কাছে উপযুক্ত ব্যাঙ্ক ব্যালেন্স এবং ডিপোজিট করার মতো টাকা থাকতে হবে।

ব্যবসায় লাভ –

এক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করতে হবে। রান্নার গ্যাস দৈনন্দিন জীবনে অপরিহার্য হওয়ায় এ ব্যবসায় লোকসানের সম্ভাবনা খুব কম। এক কথায় বলা যায়, দক্ষতার সাথে পরিচালনা করতে পারলে লোকসান হওয়ার কোন সম্ভাবনাই নেই। তবে মনে রাখবেন, সিলিন্ডার কোম্পানীর উপর ভিত্তি করে লাভের পরিমাণ আলাদা হয়। কমিশন ভিত্তিক ব্যবসা হওয়ায় বিক্রয়ের উপর ভিত্তি করে লাভ করতে পারবেন। প্রতিষ্ঠিত ও সুনাম আছে এলপিজি গ্যাস কোম্পানীর ডিলারশীপ নিতে পারলে প্রতি মাসে ৫ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করা কঠিন কিছু নয়।

Image Source - Google

Related Link - PM KISAN পিএম কিষাণ যোজনার ষষ্ঠ কিস্তি পাবেন ১ লা আগস্ট থেকে, আপনার নাম রয়েছে তো এতে? এখনই নিবন্ধন করুন/স্থিতি পরীক্ষা করুন এই পদ্ধতিতে

প্রতি বছর কোটিরও বেশী মহিলা উপকৃত হয়ে চলেছেন সরকারের মাত্রু বন্দনা যোজনায় (PMMVY), আপনিও আবেদন করুন আর পেয়ে যান ৫০০০ টাকা

সাশ্রয়ী মূল্যের মিনি ট্রাক্টর (Affordable Mini Tractors) – এই ট্রাক্টর ব্যবহারে কৃষিকাজে কৃষকের ব্যয় কম ও অধিক ফলন

English Summary: Earn upto 7 lakh rupees in LPG gas dealership business
Published on: 15 July 2020, 09:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)