এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 30 October, 2020 1:00 PM IST
Rules of Lakshmi Puja

আজ কোজাগরী লক্ষ্মীপূজা। সকলেই মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলে অধীর আগ্রহে পূজার জন্য অপেক্ষারত। কিন্তু যারা আজ প্রথম বার লক্ষ্মীর ঘট পাতছেন, তারা কি পূজার নিয়মবিধি সঠিক ভাবে জানেন! মা লক্ষ্মীদেবীর পূজা প্রতিমা এবং ঘট/পটেও করা যায়। মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, তাঁর কৃপা ঘরে স্থায়ী ভাবে রাখার জন্য দরকার সঠিক বিধি মেনে মায়ের আরাধনা করার। অনেকেই সঠিকভাবে অবগত না হয়ে এই পূজার বিধি সঠিক ভাবে পালন করে না। এই প্রতিবেদনের মধ্য  দিয়ে আজ আমরা আপনাদের লক্ষ্মী পূজার সকল বিধি সম্পর্কে জানাব।

পূজার দিন ও সময় –

এ বছর শারদ পূর্ণিমাতে চন্দ্র উদয়কাল বিকাল ৪:৩৯ মিনিটে। পূর্ণিমা তিথি আজ অর্থাৎ ৩০ শে অক্টোবর বিকেল ৫.৪৫ টায় শুরু হবে এবং ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮.১৮ টায় সমাপ্তি কাল।

Maa Lakshmi

মা লক্ষ্মীর পূজার নিয়মাবলী -

১) মা লক্ষ্মী ধন ও সমৃদ্ধির দেবী। তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে । তাই ঘরে ঘরে মা লক্ষীর আরাধনায় ব্রতী হই আমরা।

২) মা লক্ষ্মী স্বল্পতেই তুষ্ট, কিন্তু মা শব্দ পছন্দ করেন না । তাই এই পুজোয় কাঁসর-ঘণ্টা বাজানো থেকে অবশ্যই বিরত থাকুন।

৩) লক্ষ্মী পুজোয় চেষ্টা করবেন শুভ্র বর্ণ ব্যতীত লাল, গোলাপি বা অন্য রঙের পুষ্পের আয়োজন করতে।

মা লক্ষ্মীর বসার আসনও রঙিন হওয়াই শ্রেয়।

৪) মায়ের কৃপা পেতে হলে তুলসী পাতা ভুলেও অর্পণ করবেন না । তবে লক্ষ্মীপূজার পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়।

৫) লক্ষ্মী পুজোয় লোহার/স্টিলের বাসন ব্যবহার করা যাবে না ।

৬) পূজার পর ব্রতকথা পাঠ করা আবশ্যক।

৭) পূজার পূর্বে পূজাস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দীপ জ্বালাতে হবে।

৮) পূজাস্থানে লক্ষ্মীর পা-সহ আলপনা আঁকতে হবে। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকা থাকবে।

Image source - Google

Related link - (Get cashback on loan repayment) আপনি কি সম্প্রতি লোণ নিয়েছেন? দীপাবলির আগেই তাহলে পাবেন ক্যাশব্যাক

(Good news for farmers) পুজোর মরসুমে কৃষকদের জন্য বড় সুখবর! ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কৃষকদের থেকে আগামী মাস থেকে ধান সংগ্রহের পরিকল্পনা রাজ্য সরকারের

English Summary: Follow these rules- By the grace of maa lakshmi, your house will be filled with happiness and prosperity
Published on: 30 October 2020, 12:59 IST