Agri Business - লকডাউনে কৃষি ব্যবসা হয়ে উঠতে পারে আপনার আয়ের উৎস

বিশ্বব্যাপী কোভিড – ১৯ এর জেরে দীর্ঘকাল ব্যাপী লকডাউনে শুধু রাজ্যে নয়, সমগ্র দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা লেগেছে৷ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক ক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়৷ কিন্তু এতসবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন অনেকেই৷ অনেকে নিজস্ব কিছু করার জন্য মন দিয়েছেন ব্যবসায়৷ তবে কৃষিকাজের সঙ্গে যারা কিছুটা হলেও যুক্ত তারা বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে বসেও উপার্জনের কথা ভাবতে পারেন৷

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Agri business
Profitable agriculture business (Image Credit - Google)

বিশ্বব্যাপী কোভিড – ১৯ এর জেরে দীর্ঘকাল ব্যাপী লকডাউনে শুধু রাজ্যে নয়, সমগ্র দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা লেগেছে৷ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক ক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়৷ কিন্তু এতসবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন অনেকেই৷ অনেকে নিজস্ব কিছু করার জন্য মন দিয়েছেন ব্যবসায়৷ তবে কৃষিকাজের সঙ্গে যারা কিছুটা হলেও যুক্ত তারা বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে বসেও উপার্জনের কথা ভাবতে পারেন৷ কৃষি ব্যবসায়িক ধারণার সূচনাও মূলধন বিনিয়োগের উপর নির্ভর করে। এর পাশাপাশি, আপনার নিজস্ব বিবেচনার ভিত্তিতে এবং কার্যক্ষমতার দক্ষতার উপরও তা নির্ভর করে।

আসুন আমরা আপনাকে আজ কম মূলধন বিনিয়োগে শুরু করা যায়, এমন কিছু কৃষি ব্যবসায়িক ধারণা সম্পর্কে তথ্য দিই।

অনলাইন ফল-সবজি বিক্রির ব্যবসা (Online business) -

এই ব্যবসা শুরু করার জন্য বেশি পুঁজির প্রয়োজন নেই৷ তবে এর জন্য জায়গা এবং বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে৷ আপনি সহজেই ফল-সবজি অনলাইনে বিক্রি করতে পারেন চাইলে৷ বর্তমানে বেশিরভাগ জিনিসপত্রই ডিজিটাল হয়ে গিয়েছে৷ আর স্মার্টযুগে স্মার্টলাইফে আপনি আপনার সবজি, ফল এসব কিছুও অনলাইনে বিক্রি করে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন এবং ভালো মূল্যও পাবেন৷

ডেয়ারি ফার্মিং ব্যবসা -

বিশ্বে সর্বত্র এই ব্যবসা খুবই জনপ্রিয়৷ ব্যবসা করার পরিকল্পনা থাকলে এই বিকল্পের কথা ভাবতেই পারেন৷ এই ব্যবসাতে বেশি বিনিয়োগের প্রয়োজন (Low Investment Business) হয় না৷ এমন সহজলভ্য ডেয়ারি প্রোডাক্টের এই ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারলে লাভের মুখ দেখতে পারেন৷

মাশরুম চাষের ব্যবসা -

মাশরুমের (Mushroom Business) সবসময়ই চাহিদা তুঙ্গে৷ আর তাই সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তে মাশরুমের চাষ হয়ে থাকে৷ এই ব্যবসাও কম সময়ে বেশি মুনাফা করার সুযোগ দেয়৷ তাই অনেকেই এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করে থাকেন৷

গার্ডেনিং -

এটিও এক ধরণের লাভজনক ব্যবসা৷ যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে৷ এই গার্ডেনিং-এ (Gardening) বিভিন্ন ধরণের গাছ-ফল-ফুল করা হয় এবং তার নার্সারি থেকে বা অনলাইনে বিক্রি করে ভালো উপার্জন করা সম্ভব৷ তবে পরিচর্যাতে সময় দিতে হবে, না হলে গাছ-গাছালির ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ আপনি চাইলে অনলাইনেও গাছ বিক্রি করতে পারেন৷

কৃষি ব্যবসায় শামুক চাষও একটি ভাল ব্যবসা, যা থেকে ভাল লাভ করা যায়। এতেও, নতুন প্রযুক্তি ব্যবহার করে কিছুদিনেই ভাল লাভ করা যায়।

আরও পড়ুন - Renewable Energy Business – গ্রাম হোক বা মফঃস্বল এই ব্যবসার মাধ্যমে আয় করুন প্রচুর অর্থ

এছাড়া ফলের রস উত্পাদন প্রক্রিয়াটি বেশ সহজ এবং খুব অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমেই শুরু করা যেতে পারে। বাজারে এই ব্যবসার চাহিদা খুব বেশি। এই ব্যবসাটি শুরু করার জন্য, পরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নেওয়া বাধ্যতামূলক।

এভাবেই ছোট ছোট ব্যবসায় স্বল্প পুঁজি বিনিয়োগে (Low Investment Business) আপনি উপার্জন করতে পারবেন৷ প্রাথমিকভাবে শুরু করতে হলে এগুলি ভালো বিকল্প, তবে ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে নিতে পারেন৷ সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে মুনাফাও পাওয়া যেতে পারে৷

আরও পড়ুন - ‘Agro Forestry and Value Chain Management’ কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য নাবার্ড অর্থায়নে প্রকল্পের উদ্বোধনী কর্মসূচী অনুষ্ঠিত পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে

Published On: 05 August 2021, 09:49 PM English Summary: In this Lockdown you can earn money from agri business

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters