বর্তমান পরিস্থিতিতে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই আর্থিক সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে এবং ভবিষ্যত সুরক্ষিত করতে ব্যবসার পরিকল্পনা করছেন। কারণ যাইই হোক, স্বল্প পুঁজিতে আপনি অনেক ধরণের ব্যবসাই করতে পারেন৷ আর সেগুলির মধ্যে অন্যতম হল মোমবাতি তৈরির ব্যবসা৷
মোমবাতি, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু৷ ধর্মীয় কাজে হোক, অনুষ্ঠান উপলক্ষ্যে হোক বা বাড়ির প্রয়োজনে, বিভিন্ন কাজে আমাদের এই মোমবাতির প্রয়োজন হয়৷ ঘর বা অফিসের সাজসজ্জাতেও বিভিন্ন ডিজাইনার মোমবাতি ব্যবহৃত হয়ে থাকে৷ তাই ইচ্ছে হলে এবং সঠিক ভাবে করতে পারলে এমন একটি জিনিসের ব্যবসার পরিকল্পনা করতেই পারেন৷ খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন৷
বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন৷ এর জন্য বিনিয়োগও বেশি করতে হয় না৷ এই ব্যবসা ২০-৩০ হাজার টাকা বিনিয়োগে শুরু করা যেতে পারে৷ তবে মোমবাতি তৈরির মেশিন কিনতে হলে পুঁজি বেশি লাগবে৷ সেক্ষেত্রে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে৷ ব্যাঙ্কে লোনের জন্যও আবেদন জানাতে পারেন৷
মোমবাতি তৈরির জন্য কিছু সামগ্রীর প্রয়োজন হবে৷ মোম, মোমবাতির সুতো, মোম রাখার পাত্র, তেল, রঙ, তেল, কাঁচের বাসন, সস প্যান, কাঁটা, টেপ, স্টোভ, কাঁচি সহ আরও বেশ কিছু জিনিস প্পয়োজন হবে৷ স্থানীয় বাজার থেকে এইসব কাঁচামাল সহজেই পেয়ে যাবেন আপনি৷ তবে মোম তৈরির সময় এটি যখন গলানো হবে তখন অত্যন্ত সতর্ক থাকতে হবে, সে সময় অন্য কোনও দিকে মনোনিবেশ করা যাবে না৷ না হলে বিপদ হতে পারে৷
মোমবাতি কীভাবে তৈরি করবেন তা হাতেকলমে অভিজ্ঞ ব্যক্তির কাছে শিখে নিয়ে এই কাজ শুরু করলে ভালো৷ এতে ক্ষতি এবং বিপদের সম্ভাবনা যেমন কমে তেমনই সুপরিকল্পিতভাবে ব্যবসা শুরু করা যায়৷ এই ব্যবসা ছোট স্তরের ব্যবসা হওয়ায় এতে সরকারি সাহায্যও পেতে পারেন৷
আরও পড়ুন - Small Business - স্বল্প অর্থ বিনিয়োগ করে বাড়ি বসেই শুরু করুন নিজের ব্যবসা
তবে মোমবাতির ব্যবসা অনেকেই করেন, তাই প্রতিযোগিতাও রয়েছে৷ আর বাজারে এই প্রতিযোগিতায় আপনি কী করে নিজের আলাদা জায়গা করে নেবেন সেদিকেও ভাবতে হবে৷
আপনি কী ধরণের, কত রকমের মোমবাতি তৈরি করছেন সেটাই যেমন গুরুত্বপূর্ণ, এই মোমবাতির প্যাকেজিং-ও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটি আকর্ষণীয় এবং ট্রেন্ডি হলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সুবিধা হবে৷ পুঁজি, স্থান, সুবিধা-অসুবিধা দেখে আপনি চাইলে অনলাইনেও বিক্রি রতে পারেন৷
আরও পড়ুন - Small Business – টি ব্যাগের ব্যবসা করে আয় করুন প্রচুর অর্থ
Share your comments