চাকরি হারিয়েছেন? অর্থের যোগান হঠাৎ বন্ধ হয়ে গেছে? এই উপায়ে করুন নিজের সংস্থান (Know How To Earn Money In Easy Way)

(Know How To Earn Money In Easy Way) বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে যতটুকু ব্যয় না করলেই নয় ততটুকুই ব্যয় করার পথে হাঁটছেন অনেকে৷ কিন্তু তারপরেও বহু জরুরি প্রয়োজন থাকে, যার জন্য হয়তো এখনই টাকার দরকার৷ এমতাবস্থায় টাকা পাবেন কোথা থেকে?

KJ Staff
KJ Staff
Know How To Earn Money In Easy Way
Earn Money In Easy Way (Image Credit - Google)

লকডাউন (Lockdown) উঠে গেলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে নতুন করে আবার অন্য আর এক করোনা ভাইরাসের সংক্রমণের খবর ছড়িয়ে পড়েছে। সর্বোপরি দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের আর্থিক পরিস্থিতি এখনও সঙ্কটে৷ পকেটে যেমন টান পড়েছে, তেমনই হেঁসেলেও৷ আর এভাবেই ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন৷ কিন্তু এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোরও উপায় রয়েছে অনেক৷ কেউ চাকরি হারিয়েছে, কেউ বা কম বেতনে সমঝোতা করেছে, আর কারও কারও কাছে জমা পুঁজিই ভরসা৷

বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে যতটুকু ব্যয় না করলেই নয় ততটুকুই ব্যয় করার পথে হাঁটছেন অনেকে৷ কিন্তু তারপরেও বহু জরুরি প্রয়োজন থাকে, যার জন্য হয়তো এখনই টাকার দরকার৷ এমতাবস্থায় টাকা পাবেন কোথা থেকে? এই প্রতিবেদনে সেই বিষয়েই উল্লেখ করা হয়েছে।

এই মুহূর্তে আপনি অর্থ নিয়ে ব্যবসা করতে পারেন, এমন কয়েকটি ক্ষেত্র হল -

১) প্রভিডেন্ট ফান্ট অ্যাকাউন্ট (PF Account) -

আপনি যদি চাকরি করছেন এখনও তাহলে পকেটে টান পড়লে অর্থ পেতে পারেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে৷ যদিও আপনি এই অ্যাকাউন্ট থেকে সবথেকে বেশি ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন৷

২) মুদ্রা লোন যোজনা (Mudra loan)

যদি আপনি বড় স্তরে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনি মুদ্রা লোনের সাহায্য নিতে পারেন৷ এর মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনি৷ এবং এই লোন পরিশোধের জন্য ৫ বছ পর্যন্ত সময় পেতে পারেন৷

প্রসঙ্গত, মোদী সরকার এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সূচণা করেছিলেন আগেই৷ অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্কের নিয়ম সম্পূর্ণ পালন করতে না পারার জন্য ঋণ বা লোনের সুবিধা পাননি এবং ব্যবসা শুরু করার স্বপ্ন ধাক্কা খেয়েছে৷ তাদের কথা ভেবেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়৷

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ভিত্তিতে যে ব্যক্তিদের নাম কোনও কুটির শিল্পের সঙ্গে যু্ক্ত রয়েছে বা যার কাছে পার্টনারশিপের খসড়া বা দলিলপত্র রয়েছে তারা এই লোন নেওয়ার সুযোগ পাবে৷

এই যোজনায় তিন ভাগে ঋণের টাকা দেওয়া হয়ে থাকে৷ সরকার একে শিশু ঋণ, কিশোর ঋণ, তরুণ ঋণ এই তিনভাগে ভাগ করেছে৷

৩) গোল্ড লোন (Gold Loan) - 

যদি আপনার বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি গোল্ড লোনে ভরসা করতে পারেন৷ এর মাধ্যমে আপনার বাড়িতে মজুত সোনা ব্যাঙ্কে জমা রেখে লোন নিতে পারেন৷ মনপ্পুরম গোল্ড লোন, মুথুট ফিন্যান্স ইত্যাদি সংস্থা এক্ষেত্রে আপনার জন্য সহায়ক।

আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হলে সেই লোন পরিশোধ করে ফের আপনি আপনার সোনা ফেরত পেয়ে যেতে পারেন৷

আরও পড়ুন - মাশরুম চাষ করে বিপণন করবেন কোথায়? এই পন্থায় বিপণন করে আয় করুন প্রচুর অর্থ (Mushroom Market)

Published On: 09 January 2021, 11:10 PM English Summary: Lost your job? Income suddenly stopped? Make your own resources this way

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters