এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 11 January, 2021 8:33 PM IST
Agri Business (Image Credit - Google)

আজকাল অনেক লোকের প্রবণতা ব্যবসার দিকে এবং তারা অভিনব লাভজনক ব্যবসা করতে আগ্রহী। আজ আমরা আপনাকে এমন কয়েকটি ব্যবসায়িক ধারণা সম্পর্কে তথ্য দেব যা পরিবেশ সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি উপার্জনের এবং লাভের মুখ দেখাতে পারে এই প্রতিবেদনে উল্লিখিত ব্যবসাগুলি (Agriculture Business)

কম বিনিয়োগে, কম সময়ের মধ্যে লাভের মুখ দেখতে কোন কোন ব্যবসা করতে পারেন সহজেই চলুন জেনে নেওয়া যাক৷

অনলাইনে সবজি বিক্রির ব্যবসা (Online Business) –

এই ব্যবসা শুরুর জন্য বেশি পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ কৃষকেরা তার নিজের চাষের জমি সহজে অনলাইনে বিক্রি করতে পারেন৷ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে৷ আর সবজি, ফল, মাছ এসব কিছুও অনলাইনে আজকাল বিক্রি হয়৷ বাড়িতে বসে যেমন আপনি এই কাজ করতে পারবেন, তেমনই আপনার প্রোডাক্ট ভালো হলে ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন এবং ব্যবসার পরিধি বাড়তে থাকবে৷

ডেয়ারি ফার্মিং ব্যবসা (Dairy Farming Business) –

সমগ্র দেশে এই ডেয়ারি ফার্মিং বিজনেস সাফল্য অর্জন করেছে এবং জনপ্রিয়তাও হু হু করে বেড়ে চলেছে৷ তাই আপনি চাইলে এই ব্যবসা শুরুর পরিকল্পনাও করতে পারেন৷ দুধ, ঘি, মাখন, দি-এর মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আপনি বিক্রি করতে পারেন অনলাইনে৷ তবে মাথায় রাখতে হবে আপনার খাদ্যদ্রব্যের গুনমানই আপনার ব্যবসাকে সফল করতে পারে৷

মাশরুম চাষের ব্যবসা (Mushroom Farming Business) –

মাশরুম চাষের ব্যবসা খুব কম সময়ের মধ্যেই আপনাকে লাভের মুখ দেখাতে পারে৷ এতে খরচও যেমন কম তেমনই আয়ও নিশ্চিত৷ হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন বাড়িতেও এই মাশরুম আপনি বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন৷ মাশরুমের গুনমান পরীক্ষা করে নিয়ে তবেই বিক্রি করুন৷

মাশরুম কোথায় কোথায় বিক্রি করা যায়। কোথায় বিক্রি করলে লাভ বেশি এগুলো জানা প্রয়োজন। সাধারণত বিভিন্ন হোটেলে মাশরুম বিক্রি করা যায়। এছাড়া বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর যেমন_ আগোরা, নন্দন, মিনা বাজার ইত্যাদি জায়গায় ভালো ও অধিক পরিমাণে মাশরুম সরবরাহ করতে পারলে বিক্রির সুযোগ আছে। খোলাবাজারে নিজ উদ্যোগেও মাশরুম বিক্রি করা সম্ভব। সাধারণত বাজারে প্রতি কেজি মাশরুম ১৫০-২০০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। যদি কোনো কারণে কখনো মাশরুম বিক্রি করা না যায়, সেক্ষেত্রে মাশরুম শুকিয়ে রাখা সম্ভব। এটাকে ড্রাই মাশরুম বলে। বাজারে ড্রাই মাশরুমের দাম কেজিপ্রতি ১,০০০-১,২০০ টাকা।

গার্ডেনিং ব্যবসা (Gardening Business) -

যারা প্রকৃতি প্রেমী এবং কাজের ক্ষেত্রেও প্রকৃতির সঙ্গে যুক্ত থাকতে চান তাদের জন্য গার্ডেনিং বিজনেস লাভজনক হতে পারে৷ এই ব্যবসায় বিভিন্ন ধরণের গাছ, ফুলের গাছ করে তা বিক্রি করতে পারেন৷ অনলাইনেও এই গাছ বিক্রি বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে৷ শুধু বাড়ি সাজানোর জন্যই নয়, হোটেল, অফিস, স্কুল বিভিন্ন জায়গা সাজানোর জন্য আজকাল এইসব গাছের অর্ডার দেওয়া হয়৷

তাই আর দেরি না করে এইসব ব্যবসা থেকে নিজের পুঁজি অনুযায়ী এবং পছন্দ মতো একটি ব্যবসা শুরু করে দিতেই পারেন৷ আপনার প্রচেষ্টা এবং পদ্ধতি সঠিক হলে উপার্জন এবং লাভ এই দুইয়েরই মুখ দেখতে পাবেন আপনি৷

আরও পড়ুন - চাকরি হারিয়েছেন? অর্থের যোগান হঠাৎ বন্ধ হয়ে গেছে? এই উপায়ে করুন নিজের সংস্থান (Know How To Earn Money In Easy Way)

English Summary: The way of income of rural unemployed youth, earn easily in agribusiness, how to earn? Know the detail
Published on: 11 January 2021, 08:33 IST