অতিরিক্ত উপার্জনের জন্য শুরু করুন হোম ডেলিভারি ব্যবসা (Home Delivery Business), কম সময়ে প্রচুর লাভ

উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী টাকার বিনিময়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয় হোম ডেলিভারি (Home Delivery Business) ব্যবসাতে৷ খুব সহজেই এই ব্যবসা শুরু করা যেতে পারে৷ স্মার্টফোনের সাহায্যে বাড়িতে বসেই প্রাথমিক কাজ সেরে ফেলতে পারেন৷

KJ Staff
KJ Staff

করোনা ভাইরাসের (Covid 19) আক্রমণ এবং লকডাউন (Lockdown), এই দুই পরিস্থিতিতে জেরবার জনজীবন৷ তার সঙ্গে কখনও প্রাকৃতিক বিপর্যয় তো কখনও পঙ্গপালের হানা৷ সব মিলিয়ে চলতি বছরে উপার্জন নিয়ে কপালে ভাঁজ পড়েছে আমজনতার৷ অর্থনৈতিক পরিস্থিতি ধাক্কা খাওয়ায় চাকরিও হারিয়েছেন অনেকে৷ আর এই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে শুরু করা যেতে পারে নিজস্ব ব্যবসা৷

ইতিমধ্যেই স্বল্প বিনিয়োগে (Low Investment Business) বিভিন্ন ব্যবসা করার উপায় তুলে ধরা হয়েছে৷ আর এবার জেনে নিন হোম ডেলিভারির ব্যবসা (Home Delivery Business) কতটা লাভজনক বর্তমান পরিস্থিতিতে৷ সরকারের পক্ষ থেকে এই হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে৷ তবে মনে প্রশ্ন উঠতেই পারে যে ব্যবসা শুরু কীভাবে করবেন৷ সবার আগে জেনে নিতে হবে এই ব্যবসা বলতে ঠিক কী বোঝায়৷

হোম ডেলিভারি ব্যবসা আসলে কী (What is Home Delivery Business)?

উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী টাকার বিনিময়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয় এই ব্যবসাতে৷ খুব সহজেই এই ব্যবসা শুরু করা যেতে পারে৷ স্মার্টফোনের সাহায্যে বাড়িতে বসেই প্রাথমিক কাজ সেরে ফেলতে পারেন৷

উল্লেখ্য, করোনা ভাইরাসের চেক ভাঙতে লকডাউন শুরু হয়৷ সোশ্যাল ডিস্ট্যান্সিং (Social Distancing) এড়াতে বর্তমানে হোম ডেলিভারির চাহিদা তুঙ্গে৷ বাড়িতে বসেই যতটা সম্ভব সকলে প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে দিচ্ছেন অনলাইনে৷ আর এই জিনিসপত্র বা বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতেই ডোম ডেলিভারির ব্যবসায় (Home Delivery Business) যুক্ত হতে পারেন আপনিও৷

বিভিন্ন রকম হোম ডেলিভারি হতে পারে (Home Delivery Business Ideas). যেমন , ক্যুরিয়র ব্যবসা, খাদ্যদ্রব্যের হোম ডেলিভারি, উপহার সামগ্রী, ড্রাই ক্লিনিং পরিষেবা, ওষুধ, সবজি-ফল, সংবাদপত্র, প্রভৃতি বিভিন্ন জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে৷

বিনিয়োগ কতটা করতে হয় (Home Delivery Business Total Cost)?

হোম ডেলিভারির ব্যবসায় খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ স্টোর রুম, পরিষেবা দেওয়ার জন্য বাইক বা গাড়ি প্রয়োজন৷ এছাড়া যে প্রোডাক্ট ডেলিভারি করতে চাইছেন সেই কোম্পানির সঙ্গে চুক্তি করতে গিয়ে যদি কোনও টাকা প্রয়োজন হয় ততটুকুই৷ হোম ডেলিভারি করার জন্য জায়গা আপনাকে বেছে নিতে হবে৷ বাজারের কাছে, বা স্টোর রুমের কাছাকাছি এলাকাকে বেছে নিতে পারেন৷ 

 

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- 

বাড়িতে বসে নারী-পুরুষ উভয়েই এই ব্যবসা (Home Based Business) করতে পারবেন, উপার্জন হবে প্রচুর

Published On: 06 June 2020, 06:03 PM English Summary: To earn more you can easily start home delivery business

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters