এই ব্যবসাগুলি বাড়িতে বসেই সম্ভব (Business Ideas), খুলে দেবে উপার্জনের পথ

যারা বর্তমান এবং ভবিষ্যতের কথা ভেবে নিজের কিছু করতে চাইছেন তারা ব্যবসার পরিকল্পনা করতেই পারেন৷ এই প্রতিবেদনে তেমনই বেশ কিছু ব্যবসার ধারণা তুলে ধরা হল এই প্রতিবেদনে, যা আপনি বাড়িতে বসেই (Business from Home) শুরু করে দিতে পারবেন৷

KJ Staff
KJ Staff
Business Ideas

করোনার প্রকোপ এবং লকডাউন, এই দুই-এ প্রায় প্রত্যেকেরই আর্থিক অবস্থা কম-বেশি ধাক্কা খেয়েছে৷ এমতাবস্থায় অনেকেই ঘুরে দাঁড়াতে নিজস্ব কিছু করার চেষ্টা করছেন৷ যার পুঁজি যেমন, সে সেই অনুযায়ী ব্যবসা শুরু করেছেন৷ তাই যারা বর্তমান এবং ভবিষ্যতের কথা ভেবে নিজের কিছু করতে চাইছেন তারা ব্যবসার পরিকল্পনা করতেই পারেন৷ এই প্রতিবেদনে তেমনই বেশ কিছু ব্যবসার ধারণা তুলে ধরা হল এই প্রতিবেদনে, যা আপনি বাড়িতে বসেই শুরু করে দিতে পারবেন৷

বাড়িতে পোশাক (Home Made Clothes)

মহিলা-পুরুষ নির্বিশেষে প্রায় অনেকেই সেলাই মেশিনের কাজ জানেন৷ আর তা জানা থাকলে বাড়িতে বসে পোশাক তৈরির কাজ শুরু করে দিতে পারেন৷ সেই সঙ্গে সেলাই সেন্টার-ও খুলতে পারেন৷ ধীরে ধীরে এই সেলাই মেশিনই আপনাকে উপার্জন এবং লাভের রাস্তা তৈরি করে দেবে৷

Profitable Business

কাঠের খেলনা (Wooden Toys)

আপনি কাঠের কাজ যদি জানেন তাহলে তা ব্যবসার কাজে ব্যবহার করুন৷ ছোট স্তরে কাঠের খেলনা তৈরির ব্যবসা করতে পারেন৷ আপনার খেলনা কতটা আপনি আকর্ষণীয় এবং মজবুত করতে পারছেন সেটাই কিন্তু বিবেচ্য বিষয়৷

হাতের ব্যাগ তৈরি (Handbag)

অতীত হোক, বর্তমান বা ভবিষ্যত, হ্যান্ডব্যাগ তার জায়গা ধরে রেখেছে৷ ছোট থেকে বড়, সকলেরই প্রতিদিনের প্রয়োজনীয় একটি জিনিস, যা ছাড়া বাইরে বেরোনোই যায় না৷ আর বাড়িতে বসেই এই হাতের ব্যাগ তৈরি করে তা বিক্রি করতে পারলে উপার্জন যেমন হবে তেমনই ধীরে ধীরে লাভের মুখও দেখতে পারেন আপনি৷ তবে মনে রাখতে হবে বাজারে প্রতিযোগিতা রয়েছে এই ব্যবসায়, সুতরাং আপনার তৈরি হ্যান্ডব্যাগ কতটা ট্রেন্ডি এবং টেকসই হচ্ছে তা দেখে নিতে হবে অবশ্যই৷

চুলের সাজসজ্জার জিনিস (Hair Accessories)

বর্তমানে লকডাউনে অনুষ্ঠানবাড়ি বা নিমন্ত্রণে উপস্থিত হওয়া বন্ধ থাকলেও তা সাময়িক৷ কেউ মহিলাদের সাজসজ্জার জিনিস তৈরি এবং বিক্রির কথা ভাবলে তা ছোট স্তরে শুরু করে দিতেই পারেন৷ মহিলাদের চুলের সাজসজ্জার জন্য হেয়ারপিন, কাঁটা, ক্লিপ, হেয়ারব্যান্ড এসব তৈরি  এবং বিক্রি করতে পারেন৷ তবে লকডাউনে বাইরে দোকান খোলা বা বিক্রির সমস্যা থাকলে আপনি অনলাইনে তা বিক্রির চেষ্টা করতে পারেন৷

কার্ড তৈরি (Cards)

বাড়িতে ছোট স্তরে ব্যবসা শুরু করতে চাইলে গ্রিটিংস কার্ড তৈরির ব্যবসাও একটি বিকল্প হতে পারে৷ আপনি ভালো হাতের কাজ জানলে এইসব কার্ড তৈরি করে নিতে পারবেন সহজেই৷ এর কাঁচামালও সহজলভ্য৷ ডিজাইনার কার্ড তৈরি করে তা বিক্রি করতে পারলে এই ব্যবসায় লাভ হতে পারে৷ আপনি অনলাইনেও বিজ্ঞাপন দিয়ে এর প্রচার করতে পারেন৷

আরও পড়ুন- ১০-২০ হাজারের মধ্যে বিনিয়োগে (Low Investment Business) বাড়ি থেকেই ব্যবসা করুন, প্রচুর লাভের সুযোগ

ফুচকা ব্যবসায় (Panipuri Business) প্রচুর লাভ, কীভাবে করবেন এখনই জেনে নিন

গ্রামে কম পুঁজিতে ব্যবসা (Business at Village) করতে চাইছেন? তাহলে এই তালিকা দেখে নিন

Published On: 06 July 2020, 12:28 PM English Summary: To earn more you can start these businesses from home

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters