অন্তর্বাস তৈরিতে এবার ডলার ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ল ইউরোপের প্রখ্যাত পোশাক সংস্থা পেপে জিনস। নতুন সংস্থাটির নাম ‘পেপে জিনস ইনারফ্যাশন’, যা পুরুষদের জন্য ফ্যাশন ইনারওয়্যার ও খেলাধুলোর জন্য উপযুক্ত পোশাক তৈরি করবে। তিনটি ভাগে অন্তর্বাসগুলি বাজারে আসবে। ক্লাসিক, ওনলি প্লে এবং ব্ল্যাক গোল্ড। পণ্যগুলির দাম ১৭৫ টাকা থেকে ৬৪৯ টাকার মধ্যে।
এছাড়া খেলাধুলোর জন্য নির্দিষ্ট পোশাকগুলির দাম ৩৬৯ টাকা থেকে ১ হাজার ৪৯৯ টাকার মধ্যে। এই বিষয়ে ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট গৌরব গুপ্তা বলেন, ক্রেতার আরাম যেমন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তেমনই সেরা গুণমানের পণ্যটি সঠিক দামে তাঁদের হাতে তুলে দেওয়াও আমাদের চ্যালেঞ্জ। সেই কারণেই আমরা পেপে জিনসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি।
আরও পড়ুন সারাদিনের শক্তি সঞ্চয় ব্রেকফাস্ট টেবিলে
সাধারন বাজার দরে মেয়েদের অন্তর্বাস নিয়ে এল আমেরিকার বিখ্যাত পোশাক সংস্থা ভ্যান হুসেন। এটির দাম অন্য অন্তর্বাস কোম্পানীর তুলনায় অনেকটাই কম। পাঁচশো থেকে সাতশো টাকায় আরামদায়ক পোশাক পাওয়া যাবে শহরের প্রত্যেকটি আউটলেট এ।
- তন্ময় কর্মকার ([email protected])
Share your comments