বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে অনেকেই চাকরি থেকে ব্যবসা করতে বেশি ইচ্ছুক থাকেন৷ আবার অনেকে নিজস্ব কিছু করতে চান বলে ব্যবসার দিকে ঝোঁকেন৷ কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়ায় পুঁজি৷ তাইই বড় স্তরে ব্যবসার ইচ্ছে থাকলেও তা আর করা হয়ে ওঠে না৷ কিন্তু তার মানে ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না তা নয়৷
এমন অনেক ব্যবসাই রয়েছে যেখানে সরকারি সাহায্য পাওয়া যায়৷ আবার এমন ব্যবসা করতে পারেন যা স্বল্প পুঁজিতে (Low Investment Business) বাড়িতে বসেই করতে পারবেন নিজে৷ এই প্রতিবেদনে তেমনই কয়েকটি ব্যবসার ধারণা তুলে ধরা হল৷
লোগো দেওয়া টি-শার্ট (Logo T-Shirts)
টি-শার্টের কদর বরাবরই একইরকম রয়েছে৷ ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই পছন্দের টি-শার্ট, তাই টি-শার্ট ব্যবসার কথা পরিকল্পনা করতেই পারেন৷ বিশেষ করে লোগো দেওয়া বা প্রিন্টেড টি-শার্ট অনেকেরই পছন্দের৷ নিজস্ব কিছু করতে হলে এই ব্যবসার খুঁটিনাটি বুঝে শুরু করে দিতে পারেন, প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে৷
সুগন্ধী মোমবাতি তৈরির ব্যবসা (Perfumed Candles)
ধর্মীয় কাজে হোক, অনুষ্ঠান উপলক্ষ্যে হোক বা বাড়ির প্রয়োজনে বা অফিসের সাজসজ্জাতে বিভিন্ন ডিজাইনার মোমবাতি ব্যবহৃত হয়ে থাকে৷ তাই ইচ্ছে হলে এবং সঠিকভাবে করতে পারলে এমন একটি জিনিসের ব্যবসার কথা পরিকল্পনা করতেই পারেন৷ খুব সহজেই বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন৷ এই ব্যবসা ২০-৩০ হাজার টাকা বিনিয়োগে শুরু করা যেতে পারে৷ তবে মোমবাতি তৈরির মেশিন কিনতে হলে পুঁজি বেশি লাগবে৷ তবে এক্ষেত্রে সুগন্ধী মোমবাতির প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটি আকর্ষণীয় এবং ট্রেন্ডি হলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সুবিধা হবে৷
উপহার দেওয়ার বাক্স তৈরি (Gift Basket)
আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধ, প্রিয়জনদের মধ্যে উপহার আদান-প্রদানের পর্ব চলতেই থাকে সারা বছর৷ সেই উপহারকে আরও সুন্দরভাবে দিতে আমরা অনেকেই আলাদা বাক্সও ব্যবহার করে থাকি৷ আর বাজারে এই বাক্সের চাহিদা যেমন রয়েছে, তেমনই এর দামও ভালোই৷ তাই উপহার দেওয়ার বিভিন্ন ধরণের ডিজাইনার বাক্স তৈরির ব্যবসার পরিকল্পনা করতে পারেন৷
রান্নাঘরের সামগ্রী তৈরির ব্যবসা (Kitchen Items)
রান্নাঘর, বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্থান৷ এই রান্নাঘরে রান্নার কাজে আমাদের বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়৷ প্রায় প্রতি মাসেই কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে রান্নাঘরের জন্য৷ থালা-বাসন, বাটি, চামচ, ছুরি, চপিং বোর্ড এমনই বহু কিছু৷ তাই এই ধরণের সামগ্রীর ব্যবসার পরিকল্পনা করতে পারেন৷ এসব অনলাইনেও বিক্রি সম্ভব৷ তাই দোকান খুলে হোক বা বাড়িতে বসে হোক, আপনি প্রাথমিক কাজ শুরু করে দিতে পারবেন৷
সুসজ্জিত গাছ বিক্রি (Plantation)
এই ব্যবসায় এখন অনেকেই আগ্রহ প্রকাশ করছেন৷ ছোট ছোট গাছের চারা, তার টব এবং সাজসজ্জার উপকরণ কিনে এনে তা বাড়িতে তৈরি করে অনেকেই অনলাইনে বিক্রি করছেন৷ আর এই ব্যবসা বেশ লাভজনক৷
বাড়িতে ছোট ছোট টবে গাছ রাখতে ভালোবাসেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে৷ তাই ক্রমশ এই ব্যবসায় অনেকেই যুক্ত হচ্ছেন৷ বাড়িতে বসে সহজেই আপনি এই কাজ শুরু করতে পারবেন৷
আরও পড়ুন - Petrol Pump Business – এই ব্যবসায় রয়েছে কোটি টাকা লাভের সুযোগ, জেনে নিন খুঁটিনাটি
Share your comments