Profitable Business - মফঃস্বলের যুবকরা বাড়ি থেকে এই ব্যবসা করে আয় করুন প্রচুর অর্থ

বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে অনেকেই চাকরি থেকে ব্যবসা করতে বেশি ইচ্ছুক থাকেন৷ আবার অনেকে নিজস্ব কিছু করতে চান বলে ব্যবসার দিকে ঝোঁকেন৷ কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়ায় পুঁজি৷ তাইই বড় স্তরে ব্যবসার ইচ্ছে থাকলেও তা আর করা হয়ে ওঠে না৷ কিন্তু তার মানে ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না তা নয়৷

KJ Staff
KJ Staff
Profitable Business
Plant Business (Image Credit - Google)

বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে অনেকেই চাকরি থেকে ব্যবসা করতে বেশি ইচ্ছুক থাকেন৷ আবার অনেকে নিজস্ব কিছু করতে চান বলে ব্যবসার দিকে ঝোঁকেন৷ কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়ায় পুঁজি৷ তাইই বড় স্তরে ব্যবসার ইচ্ছে থাকলেও তা আর করা হয়ে ওঠে না৷ কিন্তু তার মানে ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না তা নয়৷

এমন অনেক ব্যবসাই রয়েছে যেখানে সরকারি সাহায্য পাওয়া যায়৷ আবার এমন ব্যবসা করতে পারেন যা স্বল্প পুঁজিতে (Low Investment Business) বাড়িতে বসেই করতে পারবেন নিজে৷ এই প্রতিবেদনে তেমনই কয়েকটি ব্যবসার ধারণা তুলে ধরা হল৷

লোগো দেওয়া টি-শার্ট (Logo T-Shirts)

টি-শার্টের কদর বরাবরই একইরকম রয়েছে৷ ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই পছন্দের টি-শার্ট, তাই টি-শার্ট ব্যবসার কথা পরিকল্পনা করতেই পারেন৷ বিশেষ করে লোগো দেওয়া বা প্রিন্টেড টি-শার্ট অনেকেরই পছন্দের৷ নিজস্ব কিছু করতে হলে এই ব্যবসার খুঁটিনাটি বুঝে শুরু করে দিতে পারেন, প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে৷

সুগন্ধী মোমবাতি তৈরির ব্যবসা (Perfumed Candles)

ধর্মীয় কাজে হোক, অনুষ্ঠান উপলক্ষ্যে হোক বা বাড়ির প্রয়োজনে বা অফিসের সাজসজ্জাতে বিভিন্ন ডিজাইনার মোমবাতি ব্যবহৃত হয়ে থাকে৷ তাই ইচ্ছে হলে এবং সঠিকভাবে করতে পারলে এমন একটি জিনিসের ব্যবসার কথা পরিকল্পনা করতেই পারেন৷ খুব সহজেই বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন৷ এই ব্যবসা ২০-৩০ হাজার টাকা বিনিয়োগে শুরু করা যেতে পারে৷ তবে মোমবাতি তৈরির মেশিন কিনতে হলে পুঁজি বেশি লাগবে৷ তবে এক্ষেত্রে সুগন্ধী মোমবাতির প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটি আকর্ষণীয় এবং ট্রেন্ডি হলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সুবিধা হবে৷

উপহার দেওয়ার বাক্স তৈরি (Gift Basket)

আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধ, প্রিয়জনদের মধ্যে উপহার আদান-প্রদানের পর্ব চলতেই থাকে সারা বছর৷ সেই উপহারকে আরও সুন্দরভাবে দিতে আমরা অনেকেই আলাদা বাক্সও ব্যবহার করে থাকি৷ আর বাজারে এই বাক্সের চাহিদা যেমন রয়েছে, তেমনই এর দামও ভালোই৷ তাই উপহার দেওয়ার বিভিন্ন ধরণের ডিজাইনার বাক্স তৈরির ব্যবসার পরিকল্পনা করতে পারেন৷

রান্নাঘরের সামগ্রী তৈরির ব্যবসা (Kitchen Items)

রান্নাঘর, বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্থান৷ এই রান্নাঘরে রান্নার কাজে আমাদের বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়৷ প্রায় প্রতি মাসেই কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে রান্নাঘরের জন্য৷ থালা-বাসন, বাটি, চামচ, ছুরি, চপিং বোর্ড এমনই বহু কিছু৷ তাই এই ধরণের সামগ্রীর ব্যবসার পরিকল্পনা করতে পারেন৷ এসব অনলাইনেও বিক্রি সম্ভব৷ তাই দোকান খুলে হোক বা বাড়িতে বসে হোক, আপনি প্রাথমিক কাজ শুরু করে দিতে পারবেন৷

সুসজ্জিত গাছ বিক্রি (Plantation)

এই ব্যবসায় এখন অনেকেই আগ্রহ প্রকাশ করছেন৷ ছোট ছোট গাছের চারা, তার টব এবং সাজসজ্জার উপকরণ কিনে এনে তা বাড়িতে তৈরি করে অনেকেই অনলাইনে বিক্রি করছেন৷ আর এই ব্যবসা বেশ লাভজনক৷ 

আরও পড়ুন - Snail Farming Business - শামুক চাষের মধ্য দিয়ে গ্রামীণ যুবক ও যুবতীদের কর্মসংস্থান, কীভাবে করবেন জেনে নিন বিস্তারিত

বাড়িতে ছোট ছোট টবে গাছ রাখতে ভালোবাসেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে৷ তাই ক্রমশ এই ব্যবসায় অনেকেই যুক্ত হচ্ছেন৷ বাড়িতে বসে সহজেই আপনি এই কাজ শুরু করতে পারবেন৷

আরও পড়ুন - Petrol Pump Business – এই ব্যবসায় রয়েছে কোটি টাকা লাভের সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

Published On: 18 June 2021, 07:40 PM English Summary: Village youth earn a lot of money by doing this business from home

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters