বাড়িতে বসে যে মহিলারা কাজ বা ব্যবসা করে উপার্জন করতে চাইছেন তাদের জন্যও রয়েছে প্রচুর সুযোগ৷ নিজের দৈনন্দিন কাজের থেকে সময় বের করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন৷ সেই ব্যবসা আপনি কোন স্তরে (ছোট বা বড়) করতে চাইছেন সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে আপনাকে৷ এর সবটাই নির্ভর করছে আপনার ওপর৷
বাড়ি থেকে শুরু করা যায় এমন বহু ব্যবসা রয়েছে মহিলাদের জন্য, যেখানে বিনিয়োগেরও বিশেষ (Zero Investment Business) প্রয়োজন হয় না৷ এই তালিকায় সহজ ব্যবসাগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক৷
কাপড়ে এম্ব্রয়ডারির ব্যবসা (Cloth Embroidery Business)
কাপড়ের ওপর এম্ব্রয়ডারির কাজ বরাবরই জনপ্রিয়৷ এই কাজে একটি সাধারণ পোশাকও আকর্ষণীয় হয়ে উঠতে পারে৷ এই ধরণের কাপড় বা পোশাকের চাহিদাও রয়েছে যথেষ্ট৷ তাই বাড়িতে বসে কাজ করে একইসঙ্গে উপার্জন এবং লাভ করতে চাইলে মহিলারা কাপড়ে এম্ব্রয়ডারির ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করতেই পারেন৷
বেবি সিটিং ব্যবসা (Baby Sitting Business)
অনেক মহিলা যেমন বাড়িতে থেকে কাজের সুযোগ পান, অনেককেই আবার বাড়ির বাইরেও বের হতে হয়৷ বর্তমানে বেশিরভাগ মহিলাই চাকুরিরতা এবং তাদের বাড়িতে সন্তানকে রেখে চাকরি যাওয়া সমস্যার হয়ে দাঁড়ায়৷ সন্তানের দেখভাল যেখানে প্রশ্নের মুখে দাঁড়ায়, সেখানে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই অনেকে নেন৷ কিন্তু অনেকে এর বিকল্পের পথেও হাঁটেন৷ আর তারা বেবি সিটার বা ন্যানি রাখেন বাড়িতে৷ যে সন্তানের যত্ন করবে, তার দেখভাল করবে টাকার বিনিময়ে৷ এই ধরণের কাজও আজকাল জনপ্রিয় হচ্ছে৷ ক্রেশও যেমন জনপ্রিয়, তেমনই বেবি সিটার-এর চাহিদাও বাড়ছে উত্তরোত্তর৷
টেলারিং ব্যবসা (Tailoring Business)
আপনি সেলাই করতে জানলে তা ব্যবহার করুন৷ বাড়িতে সেলাইয়ের কাজ করেই আপনি উপার্জন করতে পারবেন৷ আর সময় দিতে পারলে এই প্রচেষ্টাই বড় আকার ধারণ করবে এবং ব্যবসা থেকে লাভও হবে প্রচুর৷ শুধু অর্ডার নিয়ে সেলাই করাই নয়, সেই সঙ্গে আপনি চাইলে ইচ্ছুক মহিলাদেরও সেলাইয়ের প্রশিক্ষণ দিতে পারেন৷ যা আপনাকে একইসঙ্গে অতিরিক্ত উপার্জনে রাস্তা খুলে দেবে৷
এর সঙ্গে আনুষাঙ্গিক ব্যবসাও করতে পারেন, যেমন বোতাম তৈরির ব্যবসা (Button Making Business). একটু অবাক হলেও কম পরিশ্রমে এই ব্যবসা আপনাকে উপার্জনের পথ দেখাতে পারে৷ বস্ত্রশিল্পের (Garments Industry) সঙ্গে এই ব্যবসা ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাজারে বিভিন্ন ধরণের বোতামের চাহিদা রয়েছে৷ প্লাস্টিকের বোতাম, কাপড়ের বোতাম, স্টিলের বোতাম, কাঠের বোতাম, প্রভৃতি৷ আপনি নিজের সুবিধা মতো এই বোতাম তৈরি করতে পারেন৷ তবে এর জন্য শুরুতে আপনাকে ৩০-৪০ হাজার টাকার পুঁজি বিনিয়োগ করতে হতে পারে৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- গ্রামে এই ৫ ব্যবসাতেই (Business in Village) যুবকরা হয়ে উঠুন আত্মনির্ভর, উপার্জন করুন প্রচুর
Share your comments