শুক্রবার ভারতের আবহাওয়া অধিদফতর (Indian Meteorological Department) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ছত্তিশগড়েও আগামীকাল এবং পরের দিন ভীষণ ভারী বৃষ্টি হতে চলেছে। জম্মু -কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানায় ৩১ শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ।
জম্মু -কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানায় ৩০ জুলাই অর্থাৎ আজ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল থেকে তা কমতে পারে। উত্তর প্রদেশেও আগামী ৫ দিনে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে বলে জানিয়েছেন ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট।
গতকাল পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি এবং হরিয়ানায় বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বর্তমানে, দেশের উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমি অবস্থান করছে, তবে দক্ষিণ উপদ্বীপে স্বাভাবিক মৌসুমি অবস্থান রয়েছে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) –
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত। এখন এই নিম্নচাপ ক্রমশই পশ্চিমে সরছে। আর তার প্রভাবেই কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, কালনা সহ অনেক অঞ্চলে কাল থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
কলকাতার বিভিন্ন অংশে দমমদম, রবীন্দ্র সরোবর, উল্টোডাঙ্গা, হুগলীর শ্রীরামপুর, চুঁচুড়া, বাঁকুড়ার মেঝিয়া, সতীঘাট, গঙ্গাজলহাটি সহ অনেক অংশ জলমগ্ন।
অপরদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কালিম্পং-এ অতি ভারী বৃষ্টিতে জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, কোচবিহার এবং অন্যান্য অংশে চলছে মাঝারি বৃষ্টিপাত।
আরও পড়ুন - Cloudbursts: বাংলাসহ অন্য রাজ্যগুলিতে IMD -র চরম সতর্কতা জারি
গত সপ্তাহে পশ্চিম মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকে অবিরাম বৃষ্টির পর, ভারতীয় আবহাওয়া দফতর (IMD) অনুযায়ী দক্ষিণ -পশ্চিম মৌসুমি বায়ু উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ১ লা আগস্ট পর্যন্ত আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৫ টি রাজ্যের উপর ভারী থেকে খুব ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন - Weather Forecast - রাজ্যে ভারী বৃষ্টিপাতের জেরে কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Share your comments