বুধবার থেকেই বিক্ষিপ্ত বর্ষণ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার কথা দক্ষিণবঙ্গে। বিগত দুদিন ধরে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হলেও আজ বিকেল থেকে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় ঝড়- বৃষ্টি।
আইএমডি-র তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, মিরাট, গোরক্ষপুর ভাগলপুর, উত্তরবঙ্গ, সিকিমের হিমালয় সংলগ্ন এলাকায়। এছাড়াও রাজস্থান ও কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের কেরালা, কর্ণাটক-সহ বেশ কিছু রাজ্যেও।
উত্তরবঙ্গে বৃষ্টিপাত (Rainfall in North Bengal)-
আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত (Rainfall in South Bengal) -
সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-তে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যান্য রাজ্যে বৃষ্টিপাত –
আইএমডি-র তথ্য অনুযায়ী, উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলের কোনরকম সম্ভবনা নেই। মৌসুমী বায়ুর সাথে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এর প্রভাবে আগামী তিন-চারদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে অসম, মেঘালয়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিল্লী, উত্তরপ্রদেশ, কর্ণাটক, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ – এই অঞ্চলগুলিতে ঘূর্ণাবর্তের কারণে চলছে ভারী বৃষ্টিপাত।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতি –
আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উত্তর উপকূল, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, উত্তর-পূর্ব মধ্য প্রদেশ, পূর্ব ও মধ্য উত্তর প্রদেশ, সিকিম, দক্ষিণ গুজরাটের কিছু অংশ, কোঙ্কন এবং গোয়া এবং উপকূলীয় কর্ণাটক জুড়ে বিচ্ছিন্ন হালকা বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিহার, অভ্যন্তরীণ ওডিশা, কেরল, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
পশ্চিম হিমালয়, দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াদা, অভ্যন্তরীণ কর্ণাটক, লক্ষদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব রাজস্থানের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভব।
আরও পড়ুন - Monsoon 2021 - আজ পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? জেনে নিন দেশব্যাপী আবহাওয়া
Share your comments