
নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে অবস্থান করছে। সঙ্গে পূবালী হাওয়ার দাপট। আজও দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সর্তকতা। পূবালি হাওয়ার জন্য কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে লক্ষ্মীদেবীর আরাধনার দিনেও। ভারী বৃষ্টি হবে বিহার ঝাড়খন্ড, অসম, মেঘালয়ে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি। মৎস্যজীবীদের আজ মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে |
নিম্নচাপ সেভাবে থাবা না বসালেও শক্তিশালী দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপটে আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে এবং বুধবার পর্যন্ত অর্থাৎ আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে বৃষ্টির সর্তকতা রয়েছে। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে |
উত্তরবঙ্গের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামিকাল বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। মঙ্গলবার ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
আরও পড়ুন - Heavy rain alert: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, দেখুন আবহাওয়ার পূর্বাভাস
পূবালি হাওয়ার দাপট বাংলা ও বাংলাদেশ উপকূলে রয়েছে। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড় ও বৃষ্টির প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে পারে রাজ্যে। পূবালি হাওয়ার দাপটে ঝড়-বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর। প্লাবিত রাজ্যের বিভিন্ন জেলার বহু নিচু এলাকা।
কলকাতা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। আগামী দু-এক ঘণ্টার মধ্যেই শহরজুড়ে শুরু হতে চলেছে বৃষ্টি। হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নিম্নচাপের কারণে সাগরে বইছে দমকা হাওয়া। দক্ষিণ-পূর্বের এই বাতাস বইছে ঘণ্টায় প্রায় ৪৫ কিমি বেগে। যে কারণে মৎস্যজীবীদের ১৯ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় অর্থাৎ ১৯ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২০ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন -Weather update: দেখে নিন এই সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস
Share your comments