
দুর্গা পুজোয় বৃষ্টি হবে কী না, হলেও কবে কবে হবে ৷ তা সবারই মনে এখন প্রশ্ন ৷ একটানা প্রবল বৃষ্টিতে বিরক্ত বঙ্গের মানুষ ৷ পুজো এসে যাওয়ার পরেও তা নিম্নচাপের কারণেই হোক, মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে ৷ দিনে অন্তত একবেলা বৃষ্টি হচ্ছে না, এমন দিন গত কয়েক সপ্তাহে প্রায় দেখাই যায়নি, বলা যেতে পারে ৷ আজ, ষষ্ঠী ৷ চতুর্থী থেকেই ঠাকুর দেখার ভিড় বাড়ছে ৷ ষষ্ঠীতে পুজো শুরুর দিনে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ কিন্তু সমস্যা বাড়াচ্ছে বৃষ্টি ৷
আবহাওয়া দফতর অবশ্য কিছুটা স্বস্তির খবর জানিয়েছে ৷ আজ ও আগামিকাল, অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীর দিন আকাশ পরিষ্কার থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ার সম্ভাবনা। বুধবার অষ্টমী থেকে বৃষ্টি শুরুর আশঙ্কা রয়েছে। বৃষ্টি বাড়বে নবমী ও দশমীতে। শনি-রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ৷
আজ ষষ্ঠী ও আগামিকাল সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা কম হলেও আকাশ দিনভর মেঘলাই থাকবে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। শুধু বঙ্গোপসাগরই নয়, ভারতের পশ্চিম উপকূলবর্তী পূর্ব মধ্য আরব সাগরের উপর রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে তিনটি পৃথক ঘূর্ণাবর্তের জেরে শেষবেলায় বর্ষা প্রকট হতে পারে আবার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, মঙ্গলবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি কোথাও দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন -Weather update: দেখে নিন এই সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকায় বৃষ্টি বাড়তে পারে নবমী এবং দশমীতে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন -Weather forecast: টানা দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় বৃষ্টির সংকেত
Share your comments