সবজী ফসলের আগাছানাশক স্প্রে করার সময়সূচীঃ-
আলু (Potato) -
আগাছানাশকের নাম |
বাজারী নাম |
প্রয়োগ মাত্রা |
প্রয়োগের সময় |
মন্তব্য |
বিউটাক্লোর (৫০% ই.সি) |
ম্যাচেট ধানু-ক্লোর, ডনমিক্স, টপ-ক্লোর |
৭৫০-১০০০ গ্রাম কার্যকরী উপাদান (active ingredient/ a.i.)/ হেক্টর (সামগ্রিক চাহিদা- ১৫০০-২০০০ মিলি/হেঃ) |
আগাছা জন্মানোর পূর্বে (Pre-emergence) |
আলুবীজ বসানোর ৩-৪ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে মাটিতে যেন রস থাকে। ঘাস ও চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণে সক্ষম। |
ফ্লুক্লোরালিন (৪৫% ই.সি) |
ব্যাসালিন |
১০০০- ১৫০০ কার্যকরী উপাদান, প্রতি হেক্টর। (সামগ্রিক ২০০০ -৩০০০ মিলি/হেঃ) |
জমিতে আলু বীজ বপনের পূর্বে (Pre-planting) |
জমিতে প্রয়োগ করার পর মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঘাস ও চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণে সক্ষম। |
আইসোপ্রোটিউরন (৪৫% ডব্লু.পি) |
আইসোগার্ড, ডেলরন, মিলরন, অ্যাগ্রন, মনোলন, কনক, নরলন |
৭৫০-১০০০ গ্রাম কার্যকরী উপাদান প্রতি হেক্টর (সামগ্রিক ১০০০-১২৫০ গ্রাম/হেঃ) |
আগাছা জন্মানোর পূর্বে অথবা জন্মানোর ঠিক পরে পরেই |
বিভিন্ন ঘাস ও চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণে সক্ষম। আগাছা জন্মানোর পড়ে স্প্রে করা হলে, আলুর ভেলিতে মাটি তুলে নেবার পর প্রয়োগ করা উচিৎ। |
পেন্ডিমেথালিন (৩০% ই.সি) |
ষ্টম্প, ধানু-টপ, দোস্ত, পেন্ডি-ষ্টার |
১০০০ গ্রাম কার্যকরী উপাদান, প্রতি হেক্টর (সামগ্রিক ৩০০০ মিলি/হেঃ) |
আগাছা জন্মানোর আগে |
বীজ বপনের ২-৩ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। ঘাস ও চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণে সক্ষম। |
মেট্রিবুজিন (৭০% ডব্লু.পি) |
সেনকর, লেক্সোন, বেরিয়ার, টাটা- মেট্রি |
৫২৫ গ্রা. কার্যকরী উপাদান হেক্টর প্রতি (সামগ্রিক ৭৫০ গ্রা/হেঃ) |
আগাছা জন্মানোর পূর্বে অথবা জন্মানোর ঠিক পরে পরেই |
মূল জমিতে আলুবীজ বসানোর ৩-৪ দিন পর বা গাছের উচ্চতা ৫ সেমি. হলে প্রয়োগ করা উচিৎ। সরু ও চওড়া পাতা দুই ধরণের আগাছা নিয়ন্ত্রণেই ভীষণ কার্যকরী। |
ফুলকপি, বাঁধাকপি (Cauliflower & Cabbage) -
ফ্লুক্লোরালিন (৪৫% ই.সি) |
ব্যাসালিন |
১০০০ গ্রা. কার্যকরী উপাদান প্রতি হেক্টর (সামগ্রিক ২০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে বা পরে |
প্রয়োগের সাথে সাথে মাটিতে মিশিয়ে দিতে হবে। স্প্রে করার পর জমিতে সেচ বাধ্যতামূলক। |
পেন্ডিমেথালিন (৩০% ই.সি) |
ষ্টম্প, ধানু-টপ, দোস্ত, পেন্ডিষ্টার |
১০০০ গ্রাম কার্যকরী উপাদান প্রতি হেক্টর (সামগ্রিক ৩০০০ মিলি/হে) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে বা পরে |
প্রয়োগের সাথে সাথে মাটিতে মিশিয়ে দিতে হবে। স্প্রে করার পর জমিতে সেচ বাধ্যতামূলক। |
টম্যাটো, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম (Tomato, eggplant, chilli, capsicum) -
অ্যালাকলর (৫০% ই.সি) |
ল্যাসো |
২০০০ গ্রাঃ কার্যকরী উপাদান, প্রতি হেক্টর (সামগ্রিক ৪০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে |
প্রতিস্থাপনের পূর্বেই মাটিতে প্রয়োগ করতে হবে ও তার পরে পরেই সেচ বাধ্যতামূলক। |
ফ্লুক্লোরালিন (৪৫% ই.সি) |
ব্যাসালিন |
১০০০ গ্রা. কার্যকরী উপাদান/হেক্টর, (সামগ্রিক ২০০০ মিলি/হে:) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে |
প্রতিস্থাপনের পূর্বেই মাটিতে প্রয়োগ করতে হবে ও তার পরে পরেই সেচ বাধ্যতামূলক। |
পেন্ডিমেথালিন (৩০% ই.সি) |
ষ্টম্প, ধানু-টপ, দোস্ত, পেন্ডি-ষ্টার |
১০০০ গ্রা. কার্যকরী উপাদান (a.i) প্রতি হেক্টর (সামগ্রিক চাহিদা ৩০০০ মিলি/হে:) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে বা পরে |
ঘাস ও চওড়া পাতা দুই ধরণের আগাছা প্রতিরোধেই সক্ষম |
ক্যুইজালোফপ পি-ইথাইল (৫% ই.সি) |
টারগা-সুপার |
৫০ গ্রা. কার্যকরী উপাদান (a.i) প্রতি হেক্টর (সামগ্রিক চাহিদা ১০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে আগাছা জন্মানোর পর (Post-emergence) |
বিশেষত ঘাস জাতীয় আগাছা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। |
মেট্রিবুজিন (৭০% ডব্লু.পি) |
সেনকর, লেক্সোন, বেরিয়ার, টাটা মেট্রি |
৫২৫ গ্রা. কার্যকরী উপাদান, প্রতি হেক্টর (সামগ্রিক ৭৫০ গ্রা/হেঃ) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে/আগাছা জন্মানোর পর |
প্রতিস্থাপনের এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ পর প্রয়োগ করে সেচ দেওয়া বাঞ্ছনীয়। টম্যাটোতে প্রয়োগ করলে খেয়াল রাখতে হবে যেন চারা গাছের সংস্পর্শে না আসে। তাই টম্যাটোর জন্য চারা প্রতিস্থাপনের পূর্বে প্রয়োগের সুপারিশ করা হয়। |
অক্সাডিয়াজোন (২৫% ই.সি) (সাধারণত লঙ্কার ক্ষেত্রে ব্যবহৃত হয়) |
রনষ্টার |
৫০০-৭৫০ গ্রাঃ কার্যকরী উপাদান/হেক্টর (সামগ্রিক ২০০০-৩০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে |
ঘাস ও চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে |
পেঁয়াজ ও রসুন (Onion and garlic) -
ফ্লুক্লোরালিন (৪৫% ই.সি) |
ব্যাসালিন |
১০০০ গ্রা. কার্যকরী উপাদান, প্রতি হেক্টর (সামগ্রিক ২০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে বা পরে |
প্রয়োগের পর সেচ বাধ্যতামূলক। ঘাস ও চওড়া পাতা আগাছা দুটিই নিয়ন্ত্রণে সক্ষম |
বিউটাক্লোর (৫০% ই.সি) |
ম্যাচেট ধানু-ক্লোর, ডনমিক্স |
৭৫০-১০০০ গ্রাম কার্যকরী উপাদান প্রতি হেক্টর (সামগ্রিক ১৫০০-২০০০ মিলি/হে) |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের পর কিন্তু আগাছা জন্মানোর আগে |
মূল জমিতে চারা প্রতিস্থাপনের ৩-৪ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। সেচ দিয়ে প্রয়োগ করা উচিৎ অথবা প্রয়োগের পরেই অবিলম্বে সেচ বাধ্যতামূলক |
হ্যালোক্সিফপ –পি-মিথাইল (১০%ই.সি) |
ফোকাস, গ্যালান্ট, ভারডিক্ট |
১০০ গ্রাম কার্যকরী উপাদান |
প্রতিস্থাপনের ২ সপ্তাহ পর |
বেশীরভাগ আগাছা জমিতে জন্মে যাবার পর প্রয়োগ করা উচিৎ। ঘাস ও সরু পাতা আগাছা নিয়ন্ত্রণ করলেও চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণের উপযুক্ত নয়। |
অক্সোডিয়াগ্রিল (৬% ই.সি) |
র্যাফট, টপষ্টার |
৯০ গ্রা: কার্যকরী উপাদান/হে (সামগ্রিক চাহিদা ১৫০০ মিলি/হেঃ) |
মূল জমিতে প্রতিস্থাপনের ০-৩ দিন পর |
যে কোন সরু পাতা ও ঘাস পাতা আগাছা নিয়ন্ত্রণে কার্যকরী, কিন্তু চওড়া পাতা আগাছা নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত নয় |
অক্সিফ্লুরোফেন (২৩.৫% ই.সি) |
গোআল, জারগন, অক্সি-গোল্ড |
২৫০ গ্রা. কার্যকরী উপাদান/হেঃ (সামগ্রিক চাহিদা ১০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে প্রতিস্থাপনের আগে বা পরে |
যে কোন ঘাস, সরু পাতা ও চওড়া পাতা আগাছা দমনে কার্যকরী ভূমিকা পালন করে |
ক্যুইজালোফপ পি-ইথাইল (৫% ই.সি) |
টারগা-সুপার |
৫০ গ্রা: কার্যকরী উপাদান (a.i) প্রতি হেক্টর (সামগ্রিক চাহিদা ১০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে আগাছা জন্মানোর পর |
প্রধানত ঘাস জাতীয় আগাছা দমনে ব্যবহৃত হয় |
মূল জাতীয় সবজী – মুলো, গাজর, বীট (Main vegetables - radish, carrot, beet) -
ফ্লুক্লোরালিন (৪৫% ই.সি) |
ব্যাসালিন |
১০০০ গ্রা. কার্যকরী উপাদান প্রতি হেক্টর (সামগ্রিক ২০০০ মিলি/হে:) |
বীজবপনের আগে/ মূল জমিতে চারা প্রতিস্থাপনের আগে বা পরে |
মূল জমিতে সরাসরি বীজ বুনলে, সেক্ষেত্রে আগেই প্রয়োগ করতে হবে। প্রতিস্থাপিত ফসলের ক্ষেত্রে প্রতিস্থাপনের আগে বা পরে ছড়ানো যেতে পারে |
পেন্ডিমেথালিন (৩৩% ই.সি) |
ষ্টম্প, ধানু-টপ, দোস্ত |
১০০০ গ্রা. কার্যকরী উপাদান/হেক্টর (সামগ্রিক ৩০০০ মিলি/হে:) |
বীজবপনের ০-৩ দিন পর অথবা চারাগাছ প্রতিস্থাপনের আগে বা পরে |
বিভিন্ন ঘাসজাতীয় ও চওড়া পাতা আগাছা দমনে উপযোগী। |
কুমড়ো, শশা গোত্রীয় ফসল (Pumpkin, Cucumber Crops) -
অক্সিফ্লুরোফেন (২৩.৫% ই.সি) |
গোআল, জারগন, অক্সি-গোল্ড |
২৫০ গ্রা. কার্যকরী উপাদান/হে (সামগ্রিক চাহিদা ১০০০ মিলি/হেঃ) |
মূল জমিতে আগাছা জন্মানোর আগে |
প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যেন এই আগাছানাশকটি ছোট চারা বা বীজের সরাসরি সংস্পর্শে না আসে। |
মেট্রিবুজিন (৭০% ডব্লু.পি) |
বেরিয়ার, টাটা-মেট্রি, লেক্সোন |
৫২৫ গ্রা. কার্যকরী উপাদান, প্রতি হেক্টর (সামগ্রিক ৭৫০ গ্রাঃ/হেঃ) |
মূল জমিতে আগাছা জন্মানোর আগে |
প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যেন এই আগাছানাশকটি ছোট চারা বা বীজের সরাসরি সংস্পর্শে না আসে। |
বিবৃতিঃ- আগাছানাশকগুলির ‘বাজারী নাম’ (Trade names) বিশেষ কোন কোম্পানির প্রোমোটিং হেতু ব্যবহৃত হয়নি। ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র কৃষক বন্ধুদের সুবিধার্থে।
নিবন্ধ - শুভ্রজ্যোতি চ্যাটার্জ্জী (গবেষক, সবজী বিজ্ঞান বিভাগ, উদ্যান পালন অনুষদ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদীয়া )
Image source - Google
Related link - (Dragon fruit cultivation) সর্বরোগহারা ফল -ড্রাগন ফল, লাভজনক ড্রাগন ফল চাষের সম্পূর্ণ তথ্য
(Kharif onion crop care) বর্ষাকালীন পেঁয়াজের পরিচর্যা ও শস্য সুরক্ষা
Share your comments