National Education Policy: এবার ইঞ্জিনিয়ারিং কলেজেও বাংলা-সহ ৫টি ভাষায় পঠনপাঠন শুরু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, শীঘ্রই দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে৷ প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা | এবার শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার ওপর দেওয়া হচ্ছে জোর |

রায়না ঘোষ
রায়না ঘোষ
National education policy
National education policy (image credit- Google)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, শীঘ্রই দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে৷ প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা | এবার শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার ওপর দেওয়া হচ্ছে জোর | পঠনপাঠনে মাতৃভাষার গুরুত্ব বাড়ানো ভারতের নয়া জাতীয় শিক্ষা নীতির  অন্যতম উদ্দেশ্যে | এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির পক্ষে সমর্থন আনতে গিয়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা লাভের পক্ষে কথা উঠতে দেখা গিয়েছে |

জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের প্রথম বর্ষপূর্তি  উপলক্ষে প্রধানমন্ত্রী জানান, তাদের সরকারের শিক্ষা নীতি উচ্চশিক্ষায় মাতৃভাষার গুরুত্ব আরও বাড়িয়েছে ৷ ভারতের বিভিন্ন প্রান্ত ও প্রদেশের ছেলেমেয়েরা যাতে নিজেদের ভাষাতেই উচ্চশিক্ষা লাভ করতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে ৷ মোদি জানিয়েছেন, শীঘ্রই দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে৷ প্রাথমিকভাবে ৫ টি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা | এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মারাঠি ৷

আরও পড়ুন -Indian Air force Recruitment: বায়ুসেনায় ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ চলছে, দেখুন বিস্তারিত তথ্য

নয়া শিক্ষা নীতির বর্ষপূর্তিতে মোদি বলেন, দেশের যুব সম্প্রদায়কে শক্তিশালী করার ক্ষেত্রে এবং দৃঢ় দেশ গঠনের জন্য জাতীয় শিক্ষা নীতির রূপায়ন একটা বড় পদক্ষেপ ছিল ৷ এই সাফল্যের জন্য দেশের সমস্ত শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর  মতে, গত ১ বছর ধরে এই মানুষগুলো লাগাতার চেষ্টা করেছেন বলেই জাতীয় শিক্ষা নীতিকে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে ৷

এই প্রসঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম মেধার প্রয়োগ নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা করেন তিনি ৷ আগামী দিনে কৃত্রিম মেধাকে কাজে লাগিয়েই অর্থনীতির উন্নতি ঘটানো সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, এই পদক্ষেপ যুগোপযোগী এবং এর ফলে আজকের তরুণদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে ৷

এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান  পাশাপাশি কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ প্রসঙ্গত, বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও গত বছর করোনা আবহেই জাতীয় শিক্ষা নীতি কার্যকর করে মোদি সরকার ৷ ১৯৮৬ সালের আইনের বদলে এই নয়া নীতি প্রণয়ন করা হয় ৷ প্রধানমন্ত্রীর দাবি, ভারতের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন -West Bengal Lockdown Extends: ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে বাড়ানো হলো কোভিড নিয়ন্ত্রণ বিধি

Published On: 30 July 2021, 03:57 PM English Summary: National Education Policy: This time engineering college also started teaching in 5 languages including Bengali

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters