আজকের পরিবর্তিত যুগে নারীরা পুরুষদের পেছনে ফেলেছে। হ্যাঁ, এখন নারীরাও পুরুষের সঙ্গে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আজকের নারীরাও তাদের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। দুধ বিক্রি করে নিজের জীবনের সাফল্যের কাহিনী লিখেছেন গুজরাতের বানাসকান্থার 62 বছর বয়সী একজন বয়স্ক মহিলা কৃষক নবলবেন চৌধুরী।
মহিলা কৃষকের পরিচিতি
গুজরাটের বানাসকাঁথা জেলার নাগানা গ্রামে বসবাসকারী এই মহিলা কৃষক একজন সাধারণ মহিলার মতো। নবলবেন একজন স্বল্প শিক্ষিত মহিলা কিন্তু তার অর্থ উপার্জনের ইচ্ছা অন্যদের থেকে বেশি। এতে অনুপ্রাণিত হয়ে পশুপালন ব্যবসা শুরু করেন ওই নারী কৃষক।
আরও পড়ুনঃ স্বল্প বিনিয়োগে গাঁদা চাষ করে লাখ টাকা আয় করছেন এই কৃষক, জানুন তার সাফল্যের কাহিনী
কিভাবে পশুপালন ব্যবসা শুরু করবেন
কৃষক জানান , ৮-১০টি পশু নিয়ে পশু পালনের ব্যবসা শুরু হয়।এরপর ধীরে ধীরে তিনি তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান এবং বর্তমান সময়ে তিনি তার দুধের পণ্য এশিয়ার বৃহত্তম 'বনস ডেইরি'-তে বিক্রি করে অর্থ উপার্জন করছেন। এ ছাড়া নারী কৃষকরা বর্তমান সময়ে সকল নারীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
আরও পড়ুনঃ বিহারের এই কৃষক চাষ করে আয় করছেন ১৮ লাখ
ওই নারী কৃষক জানান, তিনি প্রতিদিন প্রায় এক হাজার লিটার দুধ ‘বনস ডেইরি’তে সংগ্রহ করে বিক্রি করেন। যার কারণে বছরে তাদের টার্নওভার হচ্ছে ১ কোটি টাকা। ওই নারী কৃষক জানান, গত এক বছর ধরে তিনি এ কাজ করছেন। যেখানে তিনি আয় করেছেন প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। বর্তমানে তিনি 250টি পশুর মালিক।
মহিলা কৃষক নিজেই তাঁর পশুদের জন্য পশুখাদ্য তৈরি করেন, পাশাপাশি তারা নিজেরাই তাদের পশুদের জন্য একটি পরিষ্কার জায়গার ব্যবস্থা করেন। এর পাশাপাশি তিনি প্রাণীদেরও খুব ভালোভাবে যত্ন নেন।
Share your comments