আয়ুষ্মান ভারত যোজনা- এর মাধ্যমে দেশের ১০ কোটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা (Health Insurance) করাতে পারে৷ এটি প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা বা মোদীকেয়ার নামেও পরিচিত৷ এই সুবিধা নেওয়ার জন্য গোল্ডেন কার্ড করতে হবে৷
২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য একটি স্বাস্থ্য যোজনার প্রচলন করেছিলেন, যার নাম আয়ুষ্মান ভারত৷ প্রতি বছর ৩০ এপ্রিল, এই দিনটিতে আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়৷ এর উদ্দেশ্যই হল দেশের প্রত্যেককে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা৷ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির জন্যই মূলত এই উদ্যোগ৷
কী এই আয়ুষ্মান ভারত যোজনা (What is Ayushman Bharat Yojana) ?
দেশের প্রায় ১০ কোটি পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুযোগ পায় এই আয়ুষ্মান ভারত যোজনা থেকে৷ দারিদ্রসীমার নীচে যারা তাদের চিকিৎসার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা৷ এটি প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা বা মোদীকেয়ার নামেও পরিচিত৷
কীভাবে এই যোজনার সুবিধা পাওয়া যাবে (How to avail the benefits of this scheme) ?
এই যোজনার সুবিধা পেতে ব্যক্তিকে প্রথমে গোল্ডেন কার্ড করাতে হবে৷ সরকারের পক্ষ থেকে এই কার্ড তৈরি করে দেওয়া হয়, অথবা এই সুবিধার আওতায় যে সব হাসপাতাল রয়েছে সেখানে গিয়েও কথা বলা যেতে পারে৷ তবে তার আগে জানতে হবে আপনি এই সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত কিনা৷
গোল্ডেন কার্ড কীভাবে তৈরি করবেন?
প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট pmjay.gov.in -এ যেতে হবে৷ এখানে লগ ইন করে একটি এইচএইচডি কোড নির্বাচন করতে হবে৷ এবার কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই কোড আপনি জমা করলে বাকি কাজ সেখান থেকেই সম্পন্ন হবে৷ তবে এই কার্ড তৈরির জন্য আবেদনকারীকে ৩০ টাকা দিতে হয়৷
আয়ুষ্মান ভারত যোজনায় কীভাবে নিজের নাম দেখবেন (How to check your name) ?
প্রথমে https://mera.pmjay.gov.in/search/login -এ গিয়ে নিজের মোবাইল নম্বর দিন নির্দিষ্ট স্থানে৷ এখানে একটি কোড দেওয়া হবে, যা আপনাকে পাশের নির্দিষ্ট স্থানে লিখতে হবে৷ এবার আপনার কাছে একটি ওটিপি আসবে তা ফের আপনাকে নির্দিষ্ট স্থানে দিতে হবে ওই ওয়েবসাইটে৷ এরপর নিজের রাজ্য, নিজের নাম দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে বাকিটা৷ এভাবেই আপনি জানতে পারবেন আদৌ আপনার নাম এই যোজনাভুক্ত কিনা৷
প্রসঙ্গত, আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্যই সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই যোজনার মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে৷ এই টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়৷ এই যোজনায় সার্জারি থেকে মেডিক্যাল ডে কেয়ার ট্রিটমেন্ট সহ বহু ধরণের চিকিৎসার সুযোগ রয়েছে৷ এতে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসাও যুক্ত রয়েছে৷
হেল্পলাইন নম্বর (Helpline No.) -
এই আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কিত কোনও সাহায্যের প্রয়োজন হলে ১৮০০-১১১-৫৬৫ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন৷ ২৪ ঘন্টাই খোলা থাকে এই নম্বর৷
আরও পড়ুন - Kisan Credit Card – বাড়ি বসেই আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করে, কৃষকদের জন্য সরকারের প্রকল্প
গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
-
ওয়েবসাইটের লিঙ্ক- https://mera.pmjay.gov.in/search/login
-
হেল্পলাইন নম্বর- ১৮০০-১১১-৫৬৫
-
গোল্ডেন কার্ড তৈরির জন্য আবেদনকারীকে ৩০ টাকা দিতে হবে৷
-
আবেদনকারীর আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা অন্য কোনও বৈধ পরিচয় পত্র থাকতে হবে৷
আরও পড়ুন - Bangla Shasya Bima Yojana – ২০২১, জেনে নিন আবেদন করলে কি কি সুবিধা পাবেন কৃষকবন্ধুরা
Share your comments