(Karma Sathi Prakalpa) ‘কর্ম সাথী প্রকল্প’ – রাজ্যে ১ লাখ যুবক ও যুবতীর কর্মসংস্থান, আজই আবেদন করুন

(Karma Sathi Prakalpa) ‘কর্ম সাথী প্রকল্প' পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচলিত একটি প্রকল্প, যার দ্বারা বেকার যুবক ও যুবতীদের স্ব-কর্মসংস্থানের জন্য লোণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ১ লাখ বেকার যুবককে উপকৃত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে সরকার।

KJ Staff
KJ Staff
West Bengal CM
CM Mamata Banerjee

কর্ম সাথী প্রকল্প’, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচলিত একটি প্রকল্প, যার দ্বারা বেকার যুবক ও যুবতীদের স্ব-কর্মসংস্থানের জন্য লোণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ১ লাখ বেকার যুবককে উপকৃত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে সরকার। এই স্কিমটি সফলভাবে প্রয়োগের মাধ্যমে সরকার যুবকদের স্বাবলম্বী করে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ প্রদান করবে। এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রী ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন বলে জানা গেছে।

এই প্রকল্পের আওতায় প্রণোদনার পরিমাণ -

এই প্রকল্পের আওতায় স্ব-কর্মসংস্থানের জন্য যোগ্য আবেদনকারীকে রাজ্য সরকারের তরফ থেকে লোণ বাবদ ২ লক্ষ টাকা প্রদান করা হয় ৩ বছরের জন্য। তবে নিজস্ব মূলধন হিসেবে ৫ থেকে ১০ শতাংশ টাকা দিতে হবে আবেদনকারীকেই।

প্রণোদনার বিধি -

ক) ৫০ হাজার টাকা পর্যন্ত লোণের জন্য আবেদনকারীকে ৫ শতাংশ অর্থের সংস্থান করতে হবে।

খ) ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লোণের জন্য আবেদনকারীকে দিতে হবে ১০ শতাংশ।

গ) তফসিলি জাতি-উপজাতি, সংখ্যালঘু ও মহিলা আবেদনকারীদের জন্যে রয়েছে এক বিশেষ সুবিধা। ৫০,০০০-২,০০,০০০ টাকা সকল ক্ষেত্রেই তাদের দেয় পরিমাণ ৫ শতাংশ।

West Bengal Scheme
Karmasathi prakalpa

আবেদনের জন্য কারা যোগ্য

১) গ্রাম অথবা শহর, সকল জায়গা থেকেই কর্মহীন স্থায়ী বাসিন্দারা নির্দিষ্ট শর্তাবলী মেনে আবেদন জানাতে পারবেন।

২) এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আগে থেকে নাম লেখানো থাকলে, কিছুটা অগ্রাধিকার পাওয়া যাবে।

৩) একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই আবেদন করতে পারবেন।  

৪) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

৫) ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলেই এই প্রকল্পে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় নথি -

  • ক) পরিচয়ের প্রমাণপত্র।
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
  • বয়সের উপযুক্ত প্রমাণপত্র।
  • আবেদনকারীর ছবি।
  • বিশেষ সম্প্রদায়ভুক্ত এবং সংখ্যালঘু ও বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের জন্য সংশ্লিষ্ট শংসাপত্র।

আবেদনপত্র জমা -

ক) গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে বিডিও অফিসে এই আবেদন জমা করতে হবে।

খ) জেলার পুরসভা এলাকার জন্য এসডিও অফিসে এই আবেদন জমা করবেন।

Image source - Google

Related link - (PMMSY) প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা- কর্মসংস্থান হবে ৫৫ লাখ মানুষের

(LPG Subsidy) আপনার অ্যাকাউন্টে কি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি আসেনি? এ মাসেও বন্ধ ভর্তুকির অর্থ প্রেরণ – দেখুন বিস্তারিত

Published On: 13 September 2020, 07:38 PM English Summary: ‘Karma Sathi Prakalpa’ - Employment of 1 lakh young men and women in the state, apply today

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters