হেনা, মেহেদি বা মেহেন্দি (Henna), এর সঙ্গে কম বেশি সকলেই পরিচিত৷ রূপচর্চা, সাজগোজে এর ব্যবহার বহুল পরিমাণে হয়ে থাকে৷ রঙের জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এর চাষ হয়। মেহেন্দি অনেকে ব্যবহার করলেও তার গুনাগুন হয়তো সকলের কাছে স্পষ্ট নয়৷ পাশাপাশি এই মেহেন্দি বা হেনা গাছ চাষ (Henna Cultivation) যে কতটা লাভের মুখ দেখাতে পারে আপনাকে সে সম্পর্কেও হয়তো অনেকের তেমন ধারণা নেই৷ চলুন আজকে এই বিষয়গুলিতে চোখ রাখা যাক৷
মেহেন্দি পাতা, বা হেনা গাছের পাতা চুলের সৌন্দর্য্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়, এটা সর্বজনবিদিত৷ এছাড়া হাতে, পা-এ এর পেস্ট দিয়ে নকশা তৈরি করা হয় বিভিন্ন অনুষ্ঠানে৷ কিন্তু জানেন কি মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে যেমন, তেমনই এটি ঘামচি থেকে পুরনো ক্ষত, এসব সারাতেও সাহায্য করে৷ এছাড়া দূর করে খুশকি৷ পা ফাটা রুখতেও এর পেস্ট ব্যবহার করা যেতে পারে৷
ভেষজ গুনে সমৃদ্ধ এই পাতার প্রচুর চাহিদা ভারতে৷ রাজস্থানে মূলত এর চাষ হয়ে থাকে প্রচুর পরিমাণে৷ তবে মেহেন্দি বা হেনা গাছের চাষ বর্ষাকালেও (#বর্ষা২০২০) করতে পারেন৷ সমতল স্থানে হেনা গাছের চাষ করতে হবে৷ তবে মাটি যেন ঝুরঝুরে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ মাটি তৈরির ক্ষেত্রে প্রয়োজনে জৈবিক সার প্রয়োগ করতে পারেন৷
এই গাছের প্রায় বেশিরভাগ অংশই ব্যবহার করা হয়, যেমন, পাতা, বীজ, ফুল, গাছের ছাল, প্রভৃতি৷ বর্ষাকালে একটি প্রাপ্তবয়স্ক হেনা গাছে গোলাপি বা সাদা রঙের ছোট ছোট ফুল হয়৷ ছোট গোলাকার ধূসর ফলের মধ্যে ৫০-১০০ টার মতো বীজ থাকে৷ বীজ থেকে অথবা কাটিং-এর মাধ্যমে নতুন চারা তৈরি করে এই গাছ চাষ করা সম্ভব৷
জুলাই মাসে ভালো বৃষ্টি (Monsoon) হলে এর চারা রোপন (Henna Cultivation) করতে পারেন৷ মাঝে বেশ কিছুটা দূরত্ব রেখে চারাগুলি রোপন করতে হবে৷ চারা রোপনের পর যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেচকার্য চালিয়ে যেতে হবে৷ মেহেন্দি পাতা তোলার সঠিক সময় সেপ্টেম্বর-অক্টোবর মাস৷
এই মেহেন্দি চাষে উৎপাদন খরচ অন্যান্য বেশিরভাগ চাষের তুলনায় কম। একবার চারা লাগানোর পর সেই হেনা বা মেহেদি গাছ বাঁচে প্রায় ১০ থেকে ১৫ বছর। বছরে তিন বার পাতা সংগ্রহ করা যেতে পারে বাগান থেকে৷ মূলত খরচ কম এবং চাহিদা বেশি হওয়ায় এই গাছ চাষের (Henna Cultivation) প্রতি আগ্রহ দেখাচ্ছেন অনেকেই৷ এই চাষের জন্য আরও বিস্তারিত জানতে স্থানীয় কৃষি বিজ্ঞান (KVK) কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন৷
আরও পড়ুন- জুলাইয়ে এই কয়েকটি সবজি চাষেই (Profitable Farming) হতে পারে প্রচুর উপার্জন
Share your comments