পথ দুর্ঘটনায় যখম কমপক্ষ্যে ৫০ জন চা-শ্রমিক,মৃত ১

পিকআপ ভ্যান উল্টে গিয়ে গুরুত্বর আহত হন প্রায় ৫০ জন চা শ্রমিক । একজনের মৃত্যু হয়েছে।আহত চা শ্রমিকদের উদ্ধার করে স্থানীয়

KJ Staff
KJ Staff
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ পিকআপ ভ্যান উল্টে গিয়ে গুরুত্বর আহত হন প্রায় ৫০ জন চা শ্রমিক । একজনের মৃত্যু হয়েছে।আহত চা শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল বেলা কাজে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।পিকআপ ভ্যানটিতে কমপক্ষে ৬০ জন চা শ্রমিক ছিল।   

জানা গিয়েছে, প্রতিদিন সকালে পিকআপ ভ্যানে করেই গুলমা চা বাগানে কাজে যান চা শ্রমিকরা। বুধবারও প্রায় ৬০ জন শ্রমিক ওই পিকআপ ভ্যানে করে চা বাগানের উদ্দেশ্যে রউনা দিয়েছিলেন। কিন্তু আচমকাই বাগডোগরা হাইওয়ে টু-তে উল্টে যায় ভ্যানটি।  রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় ইতিমধ্যেই শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ Gold Price Today : পুজোর আগে রের্কড পতন সোনার দামে, আজ কত যাচ্ছে সোনার দাম ?

সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজন চা-শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত যাত্রীর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি। তবে গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ শতাধিক মানুষের জীবিকা দুগ্ধের উপর নির্ভরশীল

Published On: 14 September 2022, 05:35 PM English Summary: At least 50 tea workers injured in road accident, 1 dead

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters