
করোনা ভাইরাস (Covid 19), প্রাকৃতিক বিপর্যয়ের (Nisarga) মধ্যেই নয়া সংযোজন পঙ্গপালের উৎপাত৷ ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে৷ প্রতিদিন টন টন খাদ্যশস্য নষ্ট করছে তারা৷ পঙ্গপালের এই হামলায় (Locust Attack) সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম রাজস্থান, পঞ্চাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র এবং ছত্তিশগঢ়৷ ইতিমধ্যেই সমগ্র দেশে অ্যালার্ট জারি করা হয়েছে৷ বর্ষাকাল আসন্ন, তার আগে এদের প্রতিহত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে৷ আর এবার এরই মধ্যে বাঁকুড়ায় পঙ্গপাল ভীতি (Locust Attack) মাথাচাড়া দিয়ে উঠল৷
সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একটি খবর এবং সেই খবর সংক্রান্ত বেশ কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে, পঙ্গপালের ন্যায় একঝাঁক পতঙ্গ বাঁকুড়ায় শাল জঙ্গলের শাল পাতা নিমেষে খেয়ে শেষ করে ফেলছে৷ হাজার হাজার সংখ্যায় এই পতঙ্গের হামলায় স্বভাবতই আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মনে৷

জানা গিয়েছে, গত দুদিন ধরে এই পতঙ্গের বাঁকুড়ার (Bankura) এই জঙ্গলে শালপাতা খেয়ে ফেলছে৷ এই জঙ্গলের কাছেই বিভিন্ন ধরনের সবজি চাষ হয়৷ ফলে পতঙ্গের এই হামলায় সেই সবজি খেতও ক্ষতিগ্রস্ত হবে কিনা সংশয় দেখা দিয়েছে৷ আর সেই সঙ্গে খবরে প্রকাশিত পঙ্গপালের হানা আতঙ্কে (Locust Attack Fear) বাড়তি মাত্রা যোগ করেছে৷
তবে জানা যাচ্ছে, উত্তর ভারতের পঙ্গপালের সঙ্গে রাজ্যের এই এলাকায় যে পতঙ্গবাহিনীকে দেখা গিয়েছে, তাদের মধ্যে কোনও মিল নেই৷ এগুলি স্থানীয় বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে৷ এগুলি নিজের থেকেই চলে যেতে পারে কিছুদিন পরে, তাই আতঙ্কের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করা হচ্ছে৷
অন্যদিকে ঝাড়গ্রামেও (Jhargram) পঙ্গপালের মতো দেখতে এক ধরণের পতঙ্গে চাষের খেতে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে৷ বিভিন্ন সবজির ওপর হামলা চালিয়েছে এই পতঙ্গবাহিনী, তবে এগুলি পঙ্গপাল নয় বলে জানা যাচ্ছে৷
প্রসঙ্গত, পঙ্গপালের দলের হানায় রাজস্থানের দৌসা, উত্তরপ্রদেশের ঝাঁসি এবং মধ্যপ্রদেশের ছত্তরপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদের ঠেকাতে আতসবাজি, ড্রাম বাজানোর ওপর যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনই ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়িয়ে এদের মোকাবিলার চেষ্টার ওপরও জোর দেওয়া হচ্ছে৷ গত ২৭ বছরে এটা সবথেকে বড় আক্রমণ বলে দাবি করা হচ্ছে৷
ইতিমধ্যে জানা যাচ্ছে, ঝাড়খন্ডে সব জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে৷ ঝাড়খন্ড এগ্রিকালচার সেক্রেটারি আবু বকর সিদ্দিকি জানান, রাজ্যের ২৪ টি জেলাতেই অ্যালার্ট জারি করা হয়েছে৷ ছত্তিশগঢ়, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সীমান্ত এলাকায় নজরদারি আরও কড়া করার ওপর জোর দেওয়া হয়েছে৷ পঙ্গপালের এই হামলাতে ক্ষতিগ্রস্ত সকল রাজ্যকে সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে, মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)৷
বর্ষা চ্যাটার্জি
Related Articles-
https://bengali.krishijagran.com/news/the-countrys-worst-locust-attack-high-alert-in-many-states/
Share your comments