IBPS-এর মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কোথা থেকে কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা কত বিস্তারিত আলোচনা করা হলো এই নিবন্ধে;
পদের নাম (Designation):
১) অফিসার স্কেল ১
২) অফিসার স্কেল ২
৩) অফিসার স্কেল ৩
৪) অফিস অ্যাসিস্ট্যান্ট
নিয়োগের স্থান:
নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে |
কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন |
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):
১) অফিসার স্কেল ১ (Officer Scale 1)
যে কোনও শাখার ওপর বেচ্যলর ডিগ্রি। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাসবেন্ডারি, ভেটেরনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়া হবে ।
২) অফিসার স্কেল ২ (Officer Scale 2)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ব্যাচেলর ডিগ্রি। ৫০ শতাংশ নম্বর সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) অফিসার স্কেল ৩ (Officer Scale 3)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ৫০ শতাংশ নম্বর সহ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাসবেন্ডারি, ভেটেরনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়া হবে।
৪) অফিস অ্যাসিসট্যান্ট (Office Assistant)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক।
৫) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে।
বয়সের সীমা (Age):
১) অফিসার স্কেল ১ - ১৮ থেকে ৩০ বছর।
২) অফিসার স্কেল ২ - ২১ থেকে ৩২ বছর।
৩) অফিসার স্কেল ৩ - ২১ থেকে ৪০ বছর।
৪) অফিস অ্যাসিসট্যান্ট - ১৮ থেকে ২৮ বছর।
৫) সংরক্ষিত প্রার্থীদের (SC/ST) সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় রয়েছে |
আবেদনের ফি (Fees):
১) জেনারেল প্রার্থীদের (General) ৮৫০ টাকা দিতে হবে |
২) এসসি/এসটি (SC/ST) প্রার্থীদের ১৭৫ টাকা দিতে হবে |
৩) ডেভিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি (Examine process):
১) লিখিত পরীক্ষা (Written exam)
২) মূল পরীক্ষা (Mains exam)
৩) ইন্টারভিউ (Interview)
এই ৩ ধাপে প্রার্থী বাছাই হবে |
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে | IBPS-এর পেজে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হলো ২৮ জুন | অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক https://drive.google.com/file/d/1c4bOaavQzbYAhw8s4KFKV-Y93vN-fRiz/view
নিবন্ধ: রায়না ঘোষ
Share your comments