নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল রিপোর্ট, পূর্ব বর্ধমান -
রিলায়েন্স ফাউন্ডেশন এবং পশু দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের (WB Govt) উদ্যোগে আজ ২৯ শে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার কালনা দু'নম্বর ব্লকের সিঙ্গের কোন গ্রাম পঞ্চায়েতের বাদলা গ্রামে পশু স্বাস্থ্য-চিকিৎসা শিবিরের আয়োজন করা হলো।
পশু স্বাস্থ্য-চিকিৎসা শিবির (Animal Health Camp) -
মোট ৩৮ জন পশুপালক এই শিবিরে অংশগ্রহণ করেছিলেনl এই পশু শিবিরে ৮৫ টি গরু এবং ৯৫ টি ছাগল, ও ৬৫ টি হাঁস ও মুরগির ভ্যাক্সিন এবং বিভিন্ন রোগের ওষুধ পত্র বিনামূল্যে দেওয়া হল।
এই শিবিরে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক চিন্ময় বিশ্বাস মহাশয় এবং প্রাণী সেবক ও সেবিকা। করোনার ফলে সেই এলাকার পশুপালকরা খুবই চিন্তায় পড়েছিলেন, কারণ সেই সময়ে পশু পাখিদের অনেক রোগ হয়েছিল, যার প্রতিকারের ব্যবস্থা তারা করতে পারছিলেন না। এই শিবিরে অংশগ্রহণ করতে পেরে পশুপালকরা খুবই খুশি। এই প্রোগ্রামে রিলায়েন্স ফাউন্ডেশন -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জিত ধারা মহাশয়, তিনি পশুপালকদের কে রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার ১৮০০ ৪১৯ ৮৮০০ সম্পর্কে জানান এবং এই নাম্বারে চাষবাস পশুপালন মাসের যেকোনো সমস্যা হলে তারা যাতে সকাল ৯.৩০ থেকে সন্ধ্যে ৭.৩০ মধ্যে ফোন করবেন।
রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation) -
রিলায়েন্স ফাউন্ডেশন-এর হেল্পলাইন পরামর্শের মাধ্যমে আজ বহু কৃষক সফলতা পেয়েছে। আর্থিক উন্নয়ন ঘটেছে তাদের, আত্মবিশ্বাস বেড়ে গেছে কয়েক গুন। কৃষিকাজে যারা নিযুক্ত রয়েছেন, রিলায়েন্স ফাউন্ডেশন তাদের উন্নয়নের জন্য প্রত্যেকটি অঞ্চলে কাজ করে চলেছে, সহায়তা করে চলেছে ক্ষুদ্র থেকে মধ্যবিত্ত কৃষকদের।
রিলায়েন্স ফাউন্ডেশন পরিবার এভাবেই হাজার হাজার কৃষক ভাইদের কাছে হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে পেশাগত কৃষি পরামর্শ।
আরও পড়ুন - আইএআরআই বহু পদে নিয়োগ ২০২১, দেখুন আবেদন পদ্ধতি (Job Post- IARI Recruitment 2021)
Share your comments