সরকারের সহায়তায় লোণ নিয়ে শুরু করুন নিজের ব্যবসা, মুদ্রা লোণ (Mudra Loan Application Procedure) আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা যোগ্য লোণগ্রহীতাদের প্রধানমন্ত্রীর মুদ্রা লোণ (PMMY) এর আওতাধীন সমস্ত শিশু লোণ অ্যাকাউন্টে সুদের হারে ২% ছাড়ের আবেদনের (Mudra Loan Application Procedure) একটি প্রকল্প অনুমোদন করেছে। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও থেকে জানা গেছে। এতে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি ১২ মাস অর্থাৎ এক বৎসর সময়কালের জন্য প্রযোজ্য হবে।

KJ Staff
KJ Staff
Pradhan Mantri Mudra Yojana

মুদ্রা লোণ প্রধানমন্ত্রীর প্রচলিত একটি প্রকল্প। কয়েক বছর পূর্বেই সরকার এর প্রচলন করেছে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে। এই প্রকল্পের আওতায় ব্যাঙ্ক থেকে নিম্ন সুদের হারে আবেদনকারীকে লোণ প্রদান করা হয়ে থাকে। যে কোন মানুষ, যিনি ছোট ব্যবসার উদ্যোক্তা, তিনি মুদ্রা লোণের জন্য আবেদনের যোগ্য। তবে আবেদনের জন্য ১৮ বছরের উপর বয়স হওয়া আবশ্যিক। এই লোণ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে আরও উন্নত করতে পারবেন এবং অনেক মহিলা উদ্যোক্তা, যারা টাকার অভাবে কিছু করতে পারছেন না, তাদেরও সুরাহা হবে।

নিম্ন সুদে লোণ (Loan at lowest Interest)–

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা যোগ্য লোণগ্রহীতাদের প্রধানমন্ত্রীর মুদ্রা লোণ (PMMY) এর আওতাধীন সমস্ত শিশু লোণ অ্যাকাউন্টে সুদের হারে ২% ছাড়ের আবেদনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও থেকে জানা গেছে। এতে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি ১২ মাস অর্থাৎ এক বৎসর সময়কালের জন্য প্রযোজ্য হবে। এই পদক্ষেপটি লোণ গ্রাহকদের পুনরায় লোণ গ্রহণের জন্য এবং নিয়মিত লোণ প্রদানকারীদের উত্সাহিত করার পাশাপাশি কোভিড -১৯ এর কারণে ক্ষতি হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক দিক থেকেও সহায়তা করবে।

প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ (Important Details on Pradhan Mantri MUDRA Yojana)-

PMO থেকে বলা হয়েছে যে, "কয়েকটি মানদণ্ড মেনে এই স্কিমটি লোণের ক্ষেত্রগুলিতে প্রসারিত হবে, যেমন স্কিমটি পরিচালনার সময়কালে ২০২০ সালের ৩১ শে মার্চ অবধি এবং নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) বিভাগে প্রযোজ্য নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকা অনুসারে (৩১ শে মার্চ, ২০২০)"।

প্রসঙ্গত উল্লেখ্য, যে যে মাসগুলি এনপিএ (Non performing asset) ক্যাটাগরিতে নেই, এবং পরবর্তী সময়ে যে মাস এনপিএ ক্যাটাগরি থেকে পুনরায় পিএ (Performing asset) ক্যাটাগরিতে পরিবর্তিত হয়েছে, সেই মাসগুলিতে সুদের সাবভেশন উপলব্ধ। এই স্কিমটি সেই সকল গ্রাহকদেরও উত্সাহিত করবে যারা নিয়মিত লোণ পরিশোধ করবে। প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ব্যয় হবে ১,৫৪২ কোটি টাকা, যা ভারত সরকার প্রদান করবে।

Mudra Yojana - an initiative for promoting micro enterprises

মুদ্রা লোণ অনলাইনে আবেদন পদ্ধতি (Online procedure)–

  • অনলাইনে আপনি মুদ্রা লোণের জন্য আবেদন জানাতে পারেন। এর জন্য প্রদত্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
  • https://www.udyamimitra.in/ - এই লিঙ্কে ক্লিক করলে ‘Apply Now’ অপশন আসবে। এই বিকল্পটি চয়ন করলে ‘New Registration’ –এর পেজ আপনার সামনে প্রদর্শিত হবে।
  • পেজের বাকি তথ্য ব্যক্তিকে বিশদে পূরণ করে আবেদন জানাতে হবে।

অফলাইন আবেদন পদ্ধতি (Offline procedure)–

ব্যক্তি অফলাইনেও মুদ্রা লোণের জন্য আবেদন জানাতে পারেন। এর জন্য নিকটস্থ ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে।

যে যে ব্যাঙ্ক থেকে মুদ্রা লোণ দেওয়া হয় -

  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া –র বিভিন্ন শাখা
  • সিটিব্যাঙ্ক
  • এইচডিএফসি ব্যাংক
  • ইন্দাসিন্ড ব্যাংক
  • দেনা ব্যাংক
  • কানারা ব্যাংক
  • এলাহাবাদ ব্যাংক
  • কারুর বৈশ্য ব্যাংক
  • ইউসিও ব্যাংক
  • ব্যাংক অফ বরোদা
  • ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
  • এইচডিএফসি ব্যাংক

এছাড়াও আরও কয়েকটি ব্যাঙ্ক মুদ্রা লোণ দিয়ে থাকে।

এই যোজনায় তিন ভাগে লোণ দেওয়া হয়ে থাকে৷ এই তিনটি ভাগ হল -

১) শিশু মুদ্রা লোণ - এই বিভাগের ভিত্তিতে ৫০,০০০ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যাবে৷

২) কিশোর মুদ্রা লোণ - এর ভিত্তিতে ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যেতে পারে৷

৩) তরুণ মুদ্রা লোণ এই বিভাগে ৫,০০,০০০ থেকে ১০,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যায়৷

মুদ্রা লোণ পেতে কত সময় লাগে?

শিশু লোণ সাধারণত ৭-১০ দিনের মধ্যে বিতরণ করা হয় এবং অন্যান্য বিভাগগুলিতে লোণদানের প্রক্রিয়াকরণের উপর নির্ভর করে ও ব্যাঙ্কের উপর নির্ভর করে সময় লাগে। তবে অনুমোদনের পর তা সাধারণত দু’দিনের মধ্যেই আবেদনকারীকে দেওয়া হয়ে থাকে।

আবেদনকারী লোণ নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন, আবার অনেকে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেও লোণের আবেদন করে থাকেন। এই প্রকল্পের আওতায় লোণ নিয়ে ব্যবসা করে বহু মানুষ আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন।

Image Source - Google 

Related Link - ১ লা জুলাইয়ের আগে ব্যাঙ্কে রাখুন পর্যাপ্ত পরিমাণ টাকা (APY), না হলে বঞ্চিত হবেন এই সুবিধা থেকে

এই পদ্ধতিতে আবেদন করলে পিএম কৃষি যোজনার (PM Kisan Yojana) টাকা পাবেন আপনিও

স্বল্প বিনিয়োগের মাধ্যমে উচ্চতর লাভ করতে চাইলে শুরু করুন এই ব্যবসা

অভিনব ও ভিন্ন প্রজাতির মৎস্য চাষে (Different species of fish) প্রথম পশ্চিমবঙ্গ

Published On: 29 June 2020, 06:13 PM English Summary: Start Your Own Business With Government Help, Apply Today For Loan- Mudra Loan Application Procedure

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters