অ্যালোভেরা বা ঘৃতকুমারী, একটি অতি পরিচিত, এবং প্রয়োজনীয় উদ্ভিদ৷ এটি দেখতে কাঁটাযুক্ত ক্যাকটাসের মতো বা আনারসের উপরিভাগের মতো৷ এই অ্যালোভেরা ঔষধি গুনে ভরপুর, তাই এর চাহিদাও প্রচুর৷ এই অ্যালোভেরার চাষ (Aloe Vera Cultivation) সবরকম জমিতেই হয়, তবে বালি মিশ্রিত দোআঁশ মাটিতে এর চাষ ভালো হয়৷ এর পরিচর্যাতেও বেশি পরিশ্রম কর লাগে তাই অনেকে এর চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন৷
আমাদের শরীরে যে সব প্রয়োজনীয় উপাদান প্রয়োজন তার অনেকটাই অ্যালোভেরার মধ্যে বিদ্যমান, যেমন ভিটামিন এ, বি ১, ২, ৬, ১২, ভিটামিন ই, এছাড়া খনিজ, অ্যামিনো অ্যাসিড প্রভৃতি৷
অ্যালোভেরা (Benefits of Aloe Vera) আমাদের শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে৷ এটি, হজমশক্তি বৃদ্ধি করতে, ডায়াবেটিস প্রতিরোধ করতে, হার্ট সুস্থ রাখতে, মাংসপেশী ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে, দাঁতের যত্নে, মুখের দূরগন্ধ দূর করতে, চুল সুন্দর করতে, মুখের ঘা সারাতে, ওজন হ্রাস করতে, ত্বকের যত্নে, রোগ-প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধিতে প্রভূত সাহায্য করে৷ এছাড়া রূপচর্চাতেও অ্যালোভেরার চাহিদা তুঙ্গে৷ তাই এই অ্যালোভেরার চাষ করতেই পারেন৷ সঠিকভাবে করতে পারলে প্রচুর মুনাফা অর্জনও সম্ভব৷
অনেক কৃষক অ্যালোভেরার পাল্প সংস্থাগুলিকে আলাদা করে কাঁচামাল হিসেবে বিক্রি করে৷ কেউ কেউ চুক্তিভিত্তিক ব্যবসা (Contractual Business) করে থাকেন৷ এক একর জমিতে অ্যালোভেরা চাষ থেকে ৫-৭ লক্ষ টাকা উপার্জন হতে পারে৷ তবে আপনার উপার্জন এবং মুনাফা নির্ভর করছে আপনি কোন স্তরে এই ব্যবসা করতে চাইছেন তার ওপর৷
তবে এই চাষে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কৃষককে৷ এই অ্যালোভেরার চাষে বেশি পরিশ্রম করতে না হলেও, কিছু বিষয় নজরে রাখা প্রয়োজন৷ যেমন বর্ষাকালে বা শীতকালে অ্যালোভেরা চাষে জলের খুব বেশি প্রয়োজন হয় না, অন্যদিকে গরমে দু সপ্তাহ অন্তর একবার করে জলসেচ আবশ্যিক৷ কিন্তু জমিতে যেন জল দাঁড়িয়ে না যায় সেটাও দেখতে হবে৷
বাজারে চাহিদার কথা মাথায় রেখে অ্যালোভেরা চাষে কৃষকদের লাভ হতে পারে৷ তবে এর জন্য লাইসেন্স পেতে হবে৷ তারপরে ব্যবসার কাজ শুরু করতে পারবেন৷ এছাড়া প্রশিক্ষণ নিয়ে বা অভিজ্ঞতা রয়েছে অ্যালোভেরা চাষ এবং ব্যবসায় (Aloe Vera Business), এমন কোনও ব্যক্তির পরামর্শও গ্রহণ করতে পারেন৷
আরও পড়ুন- রসুন প্যাকিং ব্যবসাতে (Garlic Packing Business) কৃষকেরা অতিরিক্ত উপার্জন করতে পারেন
সেরা ৫ কৃষি ব্যবসা (Agriculture Business Ideas), রয়েছে প্রচুর লাভের সুযোগ
বাঁশের বোতলের ব্যবসায় (Profitable Business) প্রচুর উপার্জন করুন, রয়েছে লোনের সুবিধা
Share your comments