করোনা ভাইরাসের কারণে দেশের বেশ কয়েকটি রাজ্যে এখনও চলছে লকডাউন। আর এই লকডাউনে কৃষিকাজের মতো ধাক্কা খেয়েছে বিভিন্ন ব্যবসাও৷ কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়াতে পারেন আপনি এই বর্ষাকালে৷ কীভাবে? বেশ কিছু ব্যবসা রয়েছে, সেগুলি বর্ষায় যে কতটা লাভ হতে পারে সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন না৷। বিস্তারিত রইল এই প্রতিবেদনে৷
আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে বর্ষাকালে নির্দিষ্ট কয়েকটি ব্যবসার (Business Ideas for Monsoon Season) ওপরে জোর দিতে পারেন যাতে আপনার উপার্জন ধাক্কা না খায়৷
বর্ষায় লাভজনক ব্যবসা -
বর্ষায়, ছোট ব্যবসার মধ্যে ছাতা, জলের বোতল, ওয়াটারপ্রুফ স্কুল ব্যাগ, ওয়াটারপ্রুফ জুতো এইসব জিনিসের ওপর মনোনিবেশ করতে পারেন৷ চলতি মরসুমে এইসব জিনিসের চাহিদা বাড়বে৷ শুধু শহর নয়, গ্রামীণ এলাকাতেও এইসব জিনিসের ব্যবসা রমরমিয়ে চলতে পারে৷
এই ব্যবসায় মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ (Low Investment Business) করে সহজেই কাজ শুরু করে দিতে পারেন৷
আপনি এই ব্যবসা কতটা বড় স্তরে নিয়ে যেতে চান তা অবশ্য আপনার ওপর নির্ভর করছে৷ কারণ এই ব্যবসায় আপনি কত পুঁজি বিনিয়োগ করতে চাইছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ৷
লাভের পরিমাণ -
আপনি ব্যবসা কম বিনিয়োগে শুরু করে ধীরে ধীরে তা বাড়াতে পারেন৷ এতে পিস প্রতি ২০-২৫ শতাংশ মার্জিন পাওয়া যায় অনেকক্ষেত্রেই৷ বর্ষায় বর্ষাতি, ছাতা, রাবারের জুতো এইসব কিছুর চাহিদা (Business in Monsoon) যেহেতু তুঙ্গে থাকে তাই লকডাউনে উপার্জনের জন্য শুরু করতে পারেন এইসব জিনিসের ব্যবসা৷
এই ব্যবসার জন্য আপনার একটি নির্দিষ্ট স্থানে দোকানের প্রয়োজন হবে৷ এই দোকান বাজারের মধ্যে হলে ভালো৷ ছাতা, রেনকোট বা রাবারের জুতোর দোকান হলেও দোকানকে ভালো করে সাজিয়ে রাখতে হবে যা ক্রেতাদের আকর্ষণ করতে পারে৷
আরও পড়ুন - Profitable Business - বাড়িতে বসেই কম অর্থ বিনিয়োগ করে শুরু করুন নিজের ব্যবসা
এই ব্যবসা শুরুর জন্য আপনাকে কিছু কাঁচামাল কিনতে হবে৷ বড় বড় বাজার থেকে হোলসেলে আপনি কাঁচামাল কিনে নিতে পারেন, এতে ব্যয় কম হবে৷ এইসব বাজার থেকে আপনি কাঁচামাল (Raw Ingredients) কিনে তার থেকে ছাতা, রেনকোট, জুতো তৈরির করে বিক্রি করতে পারেন, আবার রেডিমেড জিনিস কিনেও তা বিক্রি করতে পারেন৷
সেই সঙ্গে আপনি এই ধরণের একটি ব্যবসা শুরু করেছেন তাও পরিচিতমহলে জানানো প্রয়োজন৷ ক্রেতা টানতে বিভিন্ন অফার-ও অনেকে দিয়ে থাকেন, সেল দিতে পারেন৷ এভাবে ধীরে ধীরে আপনার এই ব্যবসা আপনার অর্থ উপার্জনের এবং মুনাফার পথ প্রশস্ত করে দেবে৷
আরও পড়ুন - Small Business - ঘরে বসে স্বল্প পুঁজিতে ব্যবসা করে বাড়িয়ে তুলুন নিজের উপার্জন
Share your comments