Profitable Business - বর্ষাকালে এই ব্যবসা করে আয় করুন প্রচুর মুনাফা

করোনা ভাইরাসের কারণে দেশের বেশ কয়েকটি রাজ্যে এখনও চলছে লকডাউন। আর এই লকডাউনে কৃষিকাজের মতো ধাক্কা খেয়েছে বিভিন্ন ব্যবসাও৷ কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়াতে পারেন আপনি এই বর্ষাকালে৷ কীভাবে? বেশ কিছু ব্যবসা রয়েছে, সেগুলি বর্ষায় যে কতটা লাভ হতে পারে সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন না৷। বিস্তারিত রইল এই প্রতিবেদনে৷

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Profitable business
Rainy Season (Image Credit - Google)

করোনা ভাইরাসের কারণে দেশের বেশ কয়েকটি রাজ্যে এখনও চলছে লকডাউন। আর এই লকডাউনে কৃষিকাজের মতো ধাক্কা খেয়েছে বিভিন্ন ব্যবসাও৷ কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়াতে পারেন আপনি এই বর্ষাকালে৷ কীভাবে? বেশ কিছু ব্যবসা রয়েছে, সেগুলি বর্ষায় যে কতটা লাভ হতে পারে সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন না৷। বিস্তারিত রইল এই প্রতিবেদনে৷

আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে বর্ষাকালে নির্দিষ্ট কয়েকটি ব্যবসার (Business Ideas for Monsoon Season) ওপরে জোর দিতে পারেন যাতে আপনার উপার্জন ধাক্কা না খায়৷

বর্ষায় লাভজনক ব্যবসা - 

বর্ষায়, ছোট ব্যবসার মধ্যে ছাতা, জলের বোতল, ওয়াটারপ্রুফ স্কুল ব্যাগ, ওয়াটারপ্রুফ জুতো এইসব জিনিসের ওপর মনোনিবেশ করতে পারেন৷ চলতি মরসুমে এইসব জিনিসের চাহিদা বাড়বে৷ শুধু শহর নয়, গ্রামীণ এলাকাতেও এইসব জিনিসের ব্যবসা রমরমিয়ে চলতে পারে৷

এই ব্যবসায় মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ (Low Investment Business) করে সহজেই কাজ শুরু করে দিতে পারেন৷ 

আপনি এই ব্যবসা কতটা বড় স্তরে নিয়ে যেতে চান তা অবশ্য আপনার ওপর নির্ভর করছে৷ কারণ এই ব্যবসায় আপনি কত পুঁজি বিনিয়োগ করতে চাইছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ৷

লাভের পরিমাণ - 

আপনি ব্যবসা কম বিনিয়োগে শুরু করে ধীরে ধীরে তা বাড়াতে পারেন৷ এতে পিস প্রতি ২০-২৫ শতাংশ মার্জিন পাওয়া যায় অনেকক্ষেত্রেই৷ বর্ষায় বর্ষাতি, ছাতা, রাবারের জুতো এইসব কিছুর চাহিদা (Business in Monsoon) যেহেতু তুঙ্গে থাকে তাই লকডাউনে উপার্জনের জন্য শুরু করতে পারেন এইসব জিনিসের ব্যবসা৷

এই ব্যবসার জন্য আপনার একটি নির্দিষ্ট স্থানে দোকানের প্রয়োজন হবে৷ এই দোকান বাজারের মধ্যে হলে ভালো৷ ছাতা, রেনকোট বা রাবারের জুতোর দোকান হলেও দোকানকে ভালো করে সাজিয়ে রাখতে হবে যা ক্রেতাদের আকর্ষণ করতে পারে৷

আরও পড়ুন - Profitable Business - বাড়িতে বসেই কম অর্থ বিনিয়োগ করে শুরু করুন নিজের ব্যবসা

এই ব্যবসা শুরুর জন্য আপনাকে কিছু কাঁচামাল কিনতে হবে৷ বড় বড় বাজার থেকে হোলসেলে আপনি কাঁচামাল কিনে নিতে পারেন, এতে ব্যয় কম হবে৷ এইসব বাজার থেকে আপনি কাঁচামাল (Raw Ingredients) কিনে তার থেকে ছাতা, রেনকোট, জুতো তৈরির করে বিক্রি করতে পারেন, আবার রেডিমেড জিনিস কিনেও তা বিক্রি করতে পারেন৷

সেই সঙ্গে আপনি এই ধরণের একটি ব্যবসা শুরু করেছেন তাও পরিচিতমহলে জানানো প্রয়োজন৷ ক্রেতা টানতে বিভিন্ন অফার-ও অনেকে দিয়ে থাকেন, সেল দিতে পারেন৷ এভাবে ধীরে ধীরে আপনার এই ব্যবসা আপনার অর্থ উপার্জনের এবং মুনাফার পথ প্রশস্ত করে দেবে৷

আরও পড়ুন - Small Business - ঘরে বসে স্বল্প পুঁজিতে ব্যবসা করে বাড়িয়ে তুলুন নিজের উপার্জন

Published On: 17 August 2021, 12:37 AM English Summary: Earn a lot of money by doing this business during the rainy season

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters