ধনেপাতার গাছ চাষেই বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন এক কৃষক৷ আর জায়গা করে নিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ (Guinnes Book of World Records) . ভাবছেন তো, ধনেপাতার গাছে তা কী করে সম্ভব! এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন উত্তরাখণ্ডের চল্লিশোর্দ্ধ কৃষক গোপাল দত্ত উপরেতি৷
জানা গিয়েছে, ট্রাডিশনাল হিমালয়ান ফার্মিং পদ্ধতি অবলম্বন করে তিনি ৭.১ ফিটের ধনেপাতা গাছ করতে সক্ষম (Successful Farmer) হয়েছেন৷ আলমোরা জেলার রানিখেতে বিলকেশ গ্রামে তার চার একর জমিতে ইতিমধ্যেই তিনি অরগ্যানিক আপেল চাষ (Organic Farming) করেছেন৷ আর এবার এই দীর্ঘতম ধনেপাতা চাষ করে খুবই উচ্ছ্বসিত তিনি৷ গিনেস বুক এব ওয়ার্ল্ড রেকর্ড-এর জন্য আবেদনও জানিয়েছেন তিনি৷
তিনি এও জানান, কিছুদিন আগেই তাঁর আবেদন স্বীকৃত হয়েছে এমন খবর তিনি ওই ওয়েবসাইট থেকে পেয়েছেন৷ এবং তাঁর নাম এখানে জায়গা করে নেওয়ায় খুবই খুশি তিনি৷
জানা যাচ্ছে গিনেস বুক এবং ওয়ার্ল্ড রেকর্ড-এর (Guinnes Book of World Records) ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২০ সালের ২১ এপ্রিল ভারতের, উত্তরখাণ্ডের রানিখেতে গোপাল উপরেতির ধনেপাতার গাছের (Coriander Plant) উচ্চতা ২.১৬ মিটার, পরিমাপ করে দেখা গিয়েছে৷
প্রসঙ্গত, দিল্লিতে তিনি কন্সট্রাকশনের ব্যবসা করতেন৷ ২০১১ সালে দিল্লি ছেড়ে তিনি এখানে এসে চার একর জমিতে অরগ্যানিক চাষে (Organic Farming) মনোনিবেশ করেন৷ প্রায় ২০০০ আপেল গাছ রয়েছে এখানে, এছাড়া এর সঙ্গে তিনি আদা এবং ধনেপাতার চাষও করেন৷ তার বেশিরভাগ ধনেপাতার গাছের উচ্চতা ৫ ফিট পর্যন্ত হয়৷ আর তাদেরই মধ্যে একটি এবার ৭ ফিট ছাড়িয়ে যায় উচ্চতায়৷ তখনই তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর (Guinnes Book of World Records) জন্য আবেদন জানান৷ তাঁর এই অরগ্যানিক ফার্মিং দেশের অন্যান্য কৃষকদের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী তিনি৷
পাহাড়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে জৈবিক পদ্ধতিতে অর্থকরী ধনেপাতার (Coriander Plant) উৎপাদনে সফল এই কৃষক৷ এক একটি গাছ থেকে প্রায় ৫০০-৬০০ গ্রাম ধনেপাতা পাওয়া যায়৷ কোনও কোনও গাছ থেকে আবার ৭০০-৮০০ গ্রাম ধনেপাতাও পাওয়া যায়৷ জৈবিক পদ্ধতিতে এই চাষ অন্যান্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন উপরেতি৷
বর্ষা চ্যাটার্জি
Related Articles-
Share your comments