জৈবিক পদ্ধতিতে দীর্ঘতম ধনেপাতার গাছ (Coriander Plant), গিনেস বুকে জায়গা করে নিলেন কৃষক

ধনেপাতার গাছ (Coriander Plant) চাষেই বিশ্ব রেকর্ড (World Record) গড়ে ফেললেন এক কৃষক৷ আর জায়গা করে নিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ডে (Guinnes Book of World Records).

KJ Staff
KJ Staff

ধনেপাতার গাছ চাষেই বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন এক কৃষক৷ আর জায়গা করে নিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ (Guinnes Book of World Records) . ভাবছেন তো, ধনেপাতার গাছে তা কী করে সম্ভব! এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন উত্তরাখণ্ডের চল্লিশোর্দ্ধ কৃষক গোপাল দত্ত উপরেতি৷

জানা গিয়েছে, ট্রাডিশনাল হিমালয়ান ফার্মিং পদ্ধতি অবলম্বন করে তিনি ৭.১ ফিটের ধনেপাতা গাছ করতে সক্ষম (Successful Farmer) হয়েছেন৷ আলমোরা জেলার রানিখেতে বিলকেশ গ্রামে তার চার একর জমিতে ইতিমধ্যেই তিনি অরগ্যানিক আপেল চাষ (Organic Farming) করেছেন৷ আর এবার এই দীর্ঘতম ধনেপাতা চাষ করে খুবই উচ্ছ্বসিত তিনি৷ গিনেস বুক এব ওয়ার্ল্ড রেকর্ড-এর জন্য আবেদনও জানিয়েছেন তিনি৷

তিনি এও জানান, কিছুদিন আগেই তাঁর আবেদন স্বীকৃত হয়েছে এমন খবর তিনি ওই ওয়েবসাইট থেকে পেয়েছেন৷ এবং তাঁর নাম এখানে জায়গা করে নেওয়ায় খুবই খুশি তিনি৷

জানা যাচ্ছে গিনেস বুক এবং ওয়ার্ল্ড রেকর্ড-এর (Guinnes Book of World Records) ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২০ সালের ২১ এপ্রিল ভারতের, উত্তরখাণ্ডের রানিখেতে গোপাল উপরেতির ধনেপাতার গাছের (Coriander Plant) উচ্চতা ২.১৬ মিটার, পরিমাপ করে দেখা গিয়েছে৷ 

প্রসঙ্গত, দিল্লিতে তিনি কন্সট্রাকশনের ব্যবসা করতেন৷ ২০১১ সালে দিল্লি ছেড়ে তিনি এখানে এসে চার একর জমিতে অরগ্যানিক চাষে (Organic Farming) মনোনিবেশ করেন৷ প্রায় ২০০০ আপেল গাছ রয়েছে এখানে, এছাড়া এর সঙ্গে তিনি আদা এবং ধনেপাতার চাষও করেন৷ তার বেশিরভাগ ধনেপাতার গাছের উচ্চতা ৫ ফিট পর্যন্ত হয়৷ আর তাদেরই মধ্যে একটি এবার ৭ ফিট ছাড়িয়ে যায় উচ্চতায়৷ তখনই তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর (Guinnes Book of World Records) জন্য আবেদন জানান৷ তাঁর এই অরগ্যানিক ফার্মিং দেশের অন্যান্য কৃষকদের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী তিনি৷

পাহাড়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে জৈবিক পদ্ধতিতে অর্থকরী ধনেপাতার (Coriander Plant) উৎপাদনে সফল এই কৃষক৷ এক একটি গাছ থেকে প্রায় ৫০০-৬০০ গ্রাম ধনেপাতা পাওয়া যায়৷ কোনও কোনও গাছ থেকে আবার ৭০০-৮০০ গ্রাম ধনেপাতাও পাওয়া যায়৷ জৈবিক পদ্ধতিতে এই চাষ অন্যান্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন উপরেতি৷

বর্ষা চ্যাটার্জি

Related Articles-

https://bengali.krishijagran.com/news/kerala-family-discovers-514-kg-jackfruit-in-the-backyard-applies-for-guinness-world-record/

Published On: 05 June 2020, 02:09 PM English Summary: Farmer bags Guinness record for growing world’s tallest coriander plant

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters