মোটরসাইকেলপ্রেমীদের জন্য খুশির খবর৷ হিরো কোম্পানি (Hero Company) প্রকাশ করেছে মোটরসাইকেল এবং স্কুটারের নয়া মডেলের দামের তালিকা৷ খুব শীঘ্রই মডেলগুলিও বাজারে আসবে বলে জানা যাচ্ছে৷ অত্যন্ত আকর্ষণীয় দামে একগুচ্ছ মডেলের দাম প্রকাশ করা হয়েছে৷
করোনা ভাইরাসের (Corona Virus) প্রকোপ থেকে বাঁচতে দেশব্যাপী চলেছে লকডাউন৷ এই লকডাউন বর্তমানে অনেকাংশেই শিথিল করা হয়েছে, তবে সোশ্যাল ডিস্ট্যান্সিং (Social Distancing) বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে৷ এমতাবস্থায় যানবাহনে যাত্রী সংখ্যাতেও কড়া নির্দেশিকা জারি রয়েছে৷ আর এসবের মধ্যে দু-চাকা থেকে চার চাকার বাহন কেনার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে৷ আর এক্ষেত্রে হিরো কোম্পানির (Hero Company) এই নয়া মডেলগুলি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, প্রথমে হিরো মোটোকর্প (Hero Motocorp) কোম্পানির নাম ছিল হিরো হন্ডা৷ পরে তা পরিবর্তিত হয়ে নাম হয় হিরো মোটোকর্প৷ ভারতের মোটরসাইকেলপ্রেমীদের কাছে এটি একটি জনপ্রিয় নাম৷ ভারতের বাজারে দুচাকার বাহনের নির্মাণ-বিক্রির ক্ষেত্রে এই কোম্পানি ৪৬ শতাংশ অংশ জুড়ে রয়েছে৷ এই কোম্পানি বহু মোটরসাইকেল এবং স্কুটার নির্মাণ করেছে অতীতে যা খুবই জনপ্রিয়ও হয়েছে৷ যার মধ্যে অন্যতম মডেল হল স্প্লেন্ডার (Splendor).
এছাড়া প্রচুর স্কুটারও নির্মাণ করেছে হিরো৷ আর এবার আগামী কয়েক মাসের মধ্যে হিরো আরও একঝাঁক নয়া মডেল লঞ্চ হতে চলেছে৷ যারা দুচাকার বাহন কেনার কথা ভাবছেন তারা একবার এই তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন৷
হিরো মোটর সাইকেলের নয়া মডেলের মূল্য (Hero Motorcycles New Price list):
হিরো স্প্লেন্ডার প্লাস (Hero Splendor Plus) – ৬০,২৫৩ টাকা থেকে শুরু
হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Delux) – ৪৯,২১৩ টাকা থেকে শুরু
হিরো প্যাশন প্রো ১১০ (Hero Passion Pro 110)- ৬৬,০৪৩ টাকা থেকে শুরু
হিরো প্যাশন প্রো আই৩এস (Hero Passion Pro I3S) – ৫২,৮২৭ টাকা থেকে শুরু
হিরো সুপার স্প্লেন্ডার (Hero Super Splendor) – ৬৯,০৫৮ টাকা থেকে শুরু
হিরো গ্ল্যামার (Hero Glamour) – ৬০,৬৩৩ টাকা থেকে শুরু
হিরো গ্ল্যামার আই৩এস (Hero Glamour I3S)- ৭১,০০০ টাকা থেকে শুরু
হিরো এক্স প্লাস ২০০ (Hero X-Plus) – ৯৮,৮৪৪ টাকা থেকে শুরু
হিরো গ্ল্যামার এফআই (Hero Glamour FI) – ৭০,৮৯৪ টাকা থেকে শুরু
হিরো প্যাশন এক্সপ্রো ( Hero Passion X-Pro) – ৫৯,০৮২ টাকা থেকে শুরু
হিরো এইচএফ ডিলাক্স আই৩এস (Hero HF Delux I3S) – ৫৮,১৬২ টাকা থেকে শুরু
হিরো এক্সট্রিম ২০০ এস (Hero Xtreme 200S) – ১,০১,৭১৩ টাকা থেকে শুরু
হিরো এক্সট্রিম ২০০ আর (Hero Xtreme 200R) – ৯২,৮৮৪ টাকা থেকে শুরু
হিরো এক্সপ্লাস ২০০ টি (Hero X-Plus 200T) - ৯৫,৯৩৫ টাকা থেকে শুরু
হিরো স্প্লেন্ডার আইস্মার্ট ১১০ (Hero Splendor I-smart) – ৬৫,৫০৯ টাকা থেকে শুরু
হিরোর স্কুটারের নয়া দামের তালিকাসূচী (Hero Honda Scooters New Price list):
হিরো প্লেজার (Hero Pleasure) – ৪৮,২৯৭ টাকা থেকে শুরু
হিরো মায়েস্ট্রো এজ (Hero Maestro Edge) – ৫৪,৮৫০ টাকা থেকে শুরু
হিরো ডুয়েট (Hero Duet)- ৪৯,৯৭২ টাকা থেকে শুরু
হিরো প্লেজার+১১০ (Hero Pleasure+110) – ৫৮,৯৭৭ টাকা থেকে শুরু
হিরো মায়েস্ট্রো এজ ১২৫ (Hero Maestro Edge) – ৭১,৩৯৩ টাকা থেকে শুরু
হিরো ডেস্টিনি ১২৫ (Hero Destiny 125) – ৬৬,৫২৯ টাকা থেকে শুরু
হিরোর নয়া মডেলের দাম (Estimated price list of upcoming new models of Hero):
হিরো এক্সট্রিম ১৬০আর (Hero Xtreme 160R) – ৯০,০০০ টাকা
হিরো এক্সপ্লাস ২০০ (Hero X-Plus 200) – ১.১৫ লক্ষ টাকা
হিরো এক্সট্রিম ২০০ এস (Hero Xtreme 200S)- ১.০১ লক্ষ টাকা
হিরো এক্সট্রিম ২০০আর (Hero Xtreme 200R)- ৯৩,৪০০ টাকা
হিরো এক্স-প্লাস ২০০টি (Hero X-Plus 200T) – ৯৫,৫০০ টাকা
হিরো এক্সএফ৩আর (Hero XF3R) -১.৮৫ লক্ষ টাকা
হিরো ৪৫০ এডিভি (Hero 450 ADV) – ২.২০ লক্ষ টাকা
হিরো ইমায়েস্ট্রো (Hero emaestro) – ১ লক্ষ টাকা
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন-
Share your comments