বাড়িতে বসে নারী-পুরুষ উভয়েই এই ব্যবসা (Home Based Business) করতে পারবেন, উপার্জন হবে প্রচুর

আমাদের দেশে পুরুষ, মহিলা যে কেউ বাড়িতে বসেই (Home Based Business) এই কাজ শুরু করে দিতে পারেন৷ এতে কম সময়ে ভালো মুনাফাও (Profitable Business) হয়৷ পাপড় বিভিন্ন রকমের তৈরি করা যায়, আর স্বাদের ভিত্তিতে এর চাহিদাও ভালো৷ দক্ষিণ থেকে উত্তর ভারত, সর্বত্রই এর চাহিদা তুঙ্গে৷

KJ Staff
KJ Staff

লকডাউনে (Lockdown) আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যেমন ছন্দপতন ঘটেছে, তেমনই ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি৷ চাকরি হারিয়ে বেকারত্বের শিকার অনেকে৷ পকেটে টান৷ টান হেঁসেলে৷ এমতাবস্থায় ঘুরে দাঁড়াতে কম পুঁজিতে শুরু করা যেতে বেশ কয়েকটি ব্যবসা৷ আবার বাড়িতে বসে যারা অস্থির হয়ে উঠেছেন৷ এই সময়ে বাড়িতে থেকে কোনও কাজ করে (Home Based Business) উপার্জন করতে চাইছেন তাদের জন্যও রয়েছে উপায়৷ আর তা হল পাপড় তৈরি এবং বিক্রির ব্যবসা (Papad Making Business)৷

আমাদের দেশে পুরুষ, মহিলা যে কেউ বাড়িতে বসেই এই কাজ শুরু করে দিতে পারেন৷ এতে কম সময়ে ভালো মুনাফাও (Profitable Business) হয়৷ পাপড় বিভিন্ন রকমের তৈরি করা যায়, আর স্বাদের ভিত্তিতে এর চাহিদাও ভালো৷ দক্ষিণ থেকে উত্তর ভারত, সর্বত্রই এর চাহিদা তুঙ্গে৷ দুপুরের, রাতের খাবারের সঙ্গে হোক বা চাটনির সঙ্গে অথবা স্ন্যাকস হিসেবে, বিভিন্ন ভাবে পাপড় খাওয়া হয়৷ আর বাড়িতে এই পাপড় তৈরি করাও খুব সহজ৷ তবে এর জন্য লাইসেন্স-এর প্রয়োজন হয়, যা FSSAI থেকে পেতে পারেন আপনি৷

তবে এই ব্যবসার জন্য ৫০-৭০ বর্গমিটার জায়গার প্রয়োজন৷ যেখানে শুধু পাপড় তৈরি নয়, তা শুকিয়েও নিতে পারবেন৷ সঙ্গে ড্রায়ার মেশিন থাকলে এই কাজ আরও সহজ হয়ে যাবে৷

কীভাবে তৈরি করবেন পাপড় (Papad Making)?

আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন স্বাদের পাপড় তৈরি করতে পারেন৷ আপনার এলাকা বা রাজ্যের মানুষের পছন্দ অনুযায়ী পাপড় তৈরি করলে বিক্রির সম্ভাবনা আরও বাড়বে৷ ডাল, সোডিয়াম বাই কার্বোনেট, তেল, লঙ্কা এবং মশলা, হিং খুব কম উপাদানেই তৈরি হয়ে যায় পাপড়৷ তবে আপনি ক্রেতাদের কোন কোন ধরণের পাপড় বিক্রি করতে চাইছেন সেই অনুযায়ী প্রয়োজন হবে উপকরণের৷

পাপড় তৈরির মেশিন (Papad Making Machines)-

পাপড় তৈরি করতে কয়েকটি মেশিনের সাহায্য আপনাকে নিতে হবে৷ যেমন গ্রাইন্ডার (Grinder), মিক্সার (Mixer), পাপড় প্রেস মেশিন (Papad Press Machine), ড্রায়িং মেশিন (Drying Machine) এবং প্যাকিং মেশিন (Packing Machine)৷ তবে ড্রায়িং এবং প্যাকিং মেশিন অত্যাবশ্যকীয় নয়৷ 

কত টাকা বিনিয়োগ করতে হবে (Investment)?

এই ব্যবসার জন্য ১০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যেই আপনি বিনিয়োগ করতে পারেন৷ আপনি কত বড় ব্যবসা করতে চাইছেন তার ওপর নির্ভর করছে৷ বেশি উপার্জন করতে চাইলে ভালো মেশিনের সাহায্য নিতে পারেন, এতে কম সময়ে অনেক বেশি পাপড় তৈরি করতে পারবেন এবং পরিশ্রমও কম হবে৷

উপার্জন এবং লাভ কেমন হয় (Profit)?

এতে উপার্জন বা লাভের কোনও সীমা নেই৷ নির্ভর করছে আপনি আপনার প্রোডাক্ট কত জনের কাছে পৌঁছতে পারছেন বা আকৃষ্ট করতে পারছেন৷ তবে প্রতি মাসে প্রায় ৩৫-৪০ হাজার টাকা সহজেই রোজগার করতে পারবেন আপনি৷ আপনার পাপড়ের গুনমান এবং বাজারে চাহিদা আপনার রোজগার আরও বাড়িয়ে তুলতে পারে৷

 

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন-

বাড়িতে বসেই স্বাবলম্বী হতে মহিলারা (Business for Women) শুরু করতে পারেন এই বিজ্‌নেসগুলি

কম টাকা বিনিয়োগে (Low Investment Business) এই সব ব্যবসায় হবে প্রচুর লাভ

Published On: 06 June 2020, 05:03 PM English Summary: Home Based Businesses You Can Start To Earn Money

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters