সার্টিফায়েড সীড কি? কীভাবে চিনবেন কৃষকবন্ধুরা সার্টিফায়েড সীড, রইল বিস্তারিত

Wednesday, 07 April 2021 10:14 PM
Certified seed (Image Credit - Google)

Certified seed (Image Credit - Google)

প্রত্যয়িত বীজ (Certified seed) প্রত্যয়ন সংস্থা কর্তৃক অনুমোদিত হয়। এই শ্রেণীর বীজ সাধারণত রাজ্য ও জাতীয় বীজ কর্পোরেশন এবং প্রাইভেট বীজ সংস্থাগুলি প্রগতিশীল কৃষকদের খামারে উত্পাদন করে। বীজ শংসাপত্রের উদ্দেশ্য হ'ল কৃষকদের উচ্চতর মানের এবং জেনেটিক্যালি খাঁটি বীজ উন্নত জাতের বজায় রাখা এবং সরবরাহ করা। শংসাপত্রযুক্ত বীজ জিনগত বিশুদ্ধতাতে উচ্চ, অঙ্কুরোদগম এবং শক্তি দ্বারা উচ্চতর এবং ভাল মানের (অর্থাৎ, রোগ থেকে মুক্ত এবং ক্ষতিগ্রস্থ বা অপরিপক্ক বীজ থেকে মুক্ত)।

সার্টিফায়েড বীজের Lot নম্বর পরিচিতি করণ :

প্রতিটি শংসিত বীজের প্যাকেটে পরিচয় জ্ঞাপক Lot No. থাকে। এই Lot No. এর মাধ্যমে বীজের সমস্ত তথ্য সম্পর্কে জানা সম্ভব।  Lot No. এর বিভিন্ন অংশ নিম্নে বর্নিত হল –

প্রথম অংশ -  এই অংশে বীজ উৎপাদনের মাস এবং বছর সম্পর্কে জানা যায়। যেমন – AUG 2018 বা AUG – 18 এর অর্থ ২০১৮ সালেট অগস্ট মাসের উৎপাদিত বীজ।

দ্বিতীয় অংশ – এই অংশে কোন জায়গায় বীজ উৎপাদিত হয়েছে তার বিস্তারিত বিবরণ জানা যায়। প্রত্যেক রাজ্য ও জেলার জন্য Code আলাদা হয়। 

সংখ্যা রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল
১) অন্ধ্রপ্রদেশ
২) অরুনাচল প্রদেশ
৩)  আসাম
৪) বিহার
৫) গোয়া
৬)  গুজরাট
৭) হরিয়ানা
8) হিমাচল প্রদেশ
৯) জম্মু ও কাশ্মীর
১০) কর্ণাটক
১১) কেরল
১২) মধ্যপ্রদেশ
১৩) মহারাষ্ট্র
১৪)  মনিপুর
১৫) মেঘালয়
১৬)  মিজোরাম
১৭) নাগাল্যান্ড
১৮) ওড়িষা
১৯) পাঞ্জাব
২০) রাজস্থান
২১) সিকিম
২২) তামিলনাড়ু
২৩) ত্রিপুরা
২৪) উত্তর প্রদেশ
২৫) পশ্চিমবঙ্গ
২৬) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
২৭) চণ্ডীগড়
২৮) দাদরা ও নগর হাভেলি
২৯) দিল্লি
৩০) দমন দিউ
৩১) লাক্ষাদ্বীপ
৩২) পন্ডীচেরী

 

জেলার কোড নং জেলার নাম
০১ দার্জিলিং
০২ জলপাইগুড়ি
০৩ কোচবিহার
০৪ উত্তর দিনাজপুর
০৫ দক্ষিণ দিনাজপুর
০৬ মালদা
০৭ মুর্শিদাবাদ
০৮ নদিয়া
০৯ উত্তর চব্বিশপরগনা
১০ দক্ষিণ উত্তর চব্বিশপরগনা
১১ হাওড়া
১২ হুগলী
১৩ বর্ধমান
১৪ বীরভূম
১৫ বাঁকুড়া
১৬ পুরুলিয়া
১৭ পশ্চিম মেদিনীপুর
১৮ পূর্ব মেদিনীপুর

অর্থাৎ এই অংশে ‘ Lot No Aug – 18 – 25 – 04’ –এর অর্থ 25 মানে পশ্চিমবঙ্গ ও 04 অর্থাৎ উত্তর দিনাজপুরে উৎপাদিত বীজ।

তৃতীয় অংশ – এই অংশে বীজ প্রক্রিয়াকরণ সংস্থাটিকে শংসিতকরণ সংস্থা যে সংখ্যা প্রদান করে তাদের সেই নম্বরটি লেখা থাকে।

চতুর্থ অংশ - শংসিতকরণ সংস্থা Lot এর পরিপ্রেক্ষিতে প্রতিটিকেই ক্রমিকসংখ্যা দিয়ে থাকেন। এই ক্রমাঙ্ক ০১ থেকে শুরু হয়।

আরও পড়ুন - সরকার থেকে ভুট্টা চাষিদের জন্য জারি বিশেষ সতর্কতা, এফএডব্লিউ প্রতিরোধ

এবার একটি সম্পূর্ণ লট নম্বর নিয়ে আলোচনা করা যাক - 

যেমন – AUG – 18 – 25 – 04 – 01 – 01 অর্থাৎ

AUG – 18 এর অর্থহল ফসলটি ২০১৮ সালের এপ্রিল মাসে কাটা হয়েছে।

25 – 04 –এর অর্থ হল এটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় উৎপাদিত বীজ।

01 - এর অর্থ হল এটি পশ্চিমবঙ্গ রাজ্য বীজ শংসিতকরণ সংস্থা প্রদত্ত ০১ ক্রমাঙ্ক বিশিষ্ট প্রক্রিয়াকরণ সংস্থা থেকে উৎপাদিত।

01 - এর অর্থ হল এটি শংসিতকরণের নির্দিষ্ট ক্রমের মাধ্যমে Lot গুলির মধ্য থেকে চিহ্নিত করণ।

আরও পড়ুন - কৃষিক্ষেত্রে জৈব কীটনাশক কেন ব্যবহার করবেন কৃষকবন্ধুরা

English Summary: What is Certified Seed? How to recognize certified seed, here are the details

আপনার সমর্থন প্রদর্শন করুন

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)

CopyRight - 2018 Krishi Jagran Media Group. All Rights Reserved.