PM Kisan Samman Nidhi : কৃষকদের বছরে মিলবে ৪২০০০ টাকা, দেখে নিন পদ্ধতি

প্রতি মাসে ৩০০০ টাকার সুবিধা আপনিও পেতে পারেন | কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় (PM Kisan yojana) সুবিধাভোগীদের বছরে ৩৬ হাজার টাকার সুবিধা দেওয়া হচ্ছে ৷ আপনিও যদি কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi) সুবিধা পেয়ে থাকেন তাহলে এবার মোট ৪২ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন ৷

রায়না ঘোষ
রায়না ঘোষ
PM Kishan Samman Nidhi
PM Kishan Nidhi (image credit- Google)

প্রতি মাসে ৩০০০ টাকার সুবিধা আপনিও পেতে পারেন | কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় (PM Kisan yojana) সুবিধাভোগীদের বছরে ৩৬ হাজার টাকার সুবিধা দেওয়া হচ্ছে ৷ আপনিও যদি কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi) সুবিধা পেয়ে থাকেন তাহলে এবার মোট ৪২ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন ৷ কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে , প্রতি কৃষক পরিবারের অ্যাকাউন্টে তিন কিস্তিতে ২০০০ টাকা করো মোট ৬০০০ টাকা সরকার সরকার দেওয়ার কথা।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুবিধা পেয়ে থাকেন ৷ এর জেরে কৃষকরা বছরে ৩৬০০০ টাকা পেয়ে থাকেন ৷ মানধন যোজনার জন্য আলাদা করে ডকুমেন্ট দেওয়ার দরকার পড়ে না ৷

কিভাবে পাবেন ৪২০০০ টাকা?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হয়, অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷ প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকরা ২০০০ টাকা ৩টি কিস্তিতে পেয়ে থাকেন ৷ অর্থাৎ বছরে ৬০০০ টাকা ৷ কোনও কৃষক যদি দুটি যোজনার সুবিধা পেয়ে থাকেন তাহলে বছরে পেয়ে যাবেন ৪২০০০ টাকা ৷

আরও পড়ুন -Pudina Farming: ছাদ বাগানে পুদিনা পাতার সহজ চাষ পদ্ধতি

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় ১৮ থেকে ৪০ বছরের কৃষকরা এই স্কিমের সুবিধা পেয়ে পারেন, কিন্তু এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে ৷ কৃষকের কাছে কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে ৷ প্রতি মাসের হিসেবে ৫৫ থেকে ২০০ টাকার প্রিমিয়াম জমা দিতে হবে ৷

কত টাকার প্রিমিয়াম দিতে হবে:

 ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে প্রতি মাসে ৫৫ টাকা দিতে হবে, ৩০ বছরে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ১১০ টাকা প্রিমিয়াম এবং ৪০ বছরে ২০০ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ মানধন যোজনা এক ধরনের পেনশন যোজনা ৷ এর মাধ্যমে কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷ কৃষকরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে কেন্দ্র সরকারের কাছ থেকে পেনশন পাবেন ৷

কিভাবে এই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে নুতন নাম তুলবেন:

এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন না থাকলে , আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ (https://www.pmkisan.gov.in/) গিয়ে আধার নং দিয়ে এবং জমির তথ্য দিয়া নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন(https://www.pmkisan.gov.in/RegistrationForm.aspx) |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন -Liquid Urea: বাংলার কৃষিক্ষেত্রে প্রথম তরল ইউরিয়ার ব্যবহার হতে চলেছে

Published On: 03 July 2021, 03:50 PM English Summary: PM Kisan Samman Nidhi : Farmers will get 42,000 rupees a year, see the method

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters