করোনা আবহের (Corona Virus) দ্বিতীয় ঢেউ এর ধাক্কা বেশ কষ্টকর ছিল | রাজ্যে মৃত্যুমিছিলও বেড়েছিল | শুরুর দিকে হাসপাতালগুলিতে ছিল বেডের হাহাকার | তাই, তৃতীত ঢেউ আসার আগেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র | রাজ্যে কোভিড হাসপাতাল খোলার জন্য মোটা অংকের টাকা বরাদ্দ হয়েছে পিএম কেয়ারস ফান্ড থেকে |
করোনার দ্বিতীয় ওয়েভে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। একটা সময় হাসপাতালে বেড ও অক্সিজেন পাওয়ার জন্য মানুষের হাহাকার ছিল তুঙ্গে। বেড, চিকিৎসা, অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর একাধিক খবর প্রকাশিত হয়েছে ৷ কলকাতার সঙ্গেই একইভাবে খারাপ অবস্থার সম্মুখীন হয়েছিল জেলার হাসপাতালগুলি | তাই, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ।
কারা বানাবে এই হাসপাতাল (DRDO):
প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা এবং জরুরি ত্রাণ তহবিল থেকে ৪২.৬২ কোটি টাকা বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদ ও কল্যাণীতে দুটি ২৫০ বেডের কোভিড চিকিৎসা তৈরির জন্য। এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে এরকম ভাবে এই হাসপাতালগুলি তৈরি করবে DRDO | ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশান এর আগেও কোভিড মোকাবিলায় একাধিক জায়গাতে হাসপাতাল তৈরি করেছে৷ কোভিড চিকিৎসায় সাহায্যকারী ওষুধ 2DG তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে DRDO-র। এবার রাজ্যে ২ জায়গাতে কোভিড হাসপাতাল বানাতে চলেছে এই কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থাটি৷
পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় গড়ে উঠবে এই হাসপাতাল?
প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা এবং জরুরি ত্রাণ তহবিলের আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, জম্মু, শ্রীনগর এবং দিল্লিতে কোভিড হাসপাতাল (Covid Hospital) তৈরি করবে DRDO |
মূলত, মুর্শিদাবাদে কোভিড চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই, এই অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বহরমপুরে ৫০০ বেডের একটি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করার অনুরোধ করা হয়েছিল। চিঠি লেখার পাশাপাশি সিবিআই প্রধান নির্বাচনের বৈঠকের ফাঁকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করতে অনুরোধ করেন বহরমপুরের সাংসদ। প্রথমে ঠিক ছিল ১ হাজার বেডের একটি অস্থায়ী কোভিড হাসপাতাল বহরমপুরে তৈরি হবে। সেই অনুযায়ী জমিও চাওয়া হয়।
কিন্তু পরে দেখা যায় বহরমপুরে যে জায়গা হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে, তাতে খুব কম করে ২৫০ বেডের হাসপাতাল তৈরি হতে পারে। তারপরই কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, PM CARES-এর টাকায় বহরমপুরে একটি এবং কল্যাণীতে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে। ২টি হাসপাতালই তৈরি হবে ২৫০ বেডের।
আরও পড়ুন - 7th Pay Commission: কেন্দ্রের সরকারী কর্মচারীরা চাকরি চলাকালীন মৃত্যুতে NPS বা OPS -র সুবিধা পাবেন
বুধবারই হাসপাতালগুলি তৈরির জন্য ৪১.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, ২টি হাসপাতাল তৈরির পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ১টি অক্সিজেন প্লান্ট তৈরিরও অনুরোধ করা হয়েছিল। DRDO ইতিমধ্যেই সেই প্লান্ট তৈরির কাজও শুরু করে দিয়েছে |
নিবন্ধ: রায়না ঘোষ
Share your comments