কোভিড ১৯ ভাইরাসের (Covid 19) তৃতীয় ঢেউ রাজ্যে প্রবেশ করেছে বলে অনেকেই মনে করছেন। সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজ্যে এখনও জারি রয়েছে লকডাউন। এই লকডাউন মেনে চলার আবেদন জানিয়েছে রাজ্য সরকার৷ জারি রয়েছে বিশেষ নির্দেশিকাও৷ স্বাভাবিকভাবেই এই লকডাউনে মানুষের দৈনন্দিন জীবনে এক বিরাট ছন্দপতন ঘটে, যার সরাসরি প্রভাব পড়ে অর্থনৈতিক ক্ষেত্রে৷
এই কঠিন অবস্থার মধ্যেই ফের শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই৷ এমতাবস্থায় গ্রামের পরিস্থিতি আরও গুরুতর৷ তাই কম সময়ের মধ্যে স্বল্প পুঁজিতে কিছু ব্যবসা আপনাকে লাভের মুখ দেখাতে পারে৷ চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী৷
সবজি এবং ফলের দোকান (Vegetable and Fruit Shop)-
কেউ নিজের ব্যবসা শুরু করতে চাইলে সবজি এবং ফলের দোকান দিয়ে তা শুরু করতে পারেন৷ এই ব্যবসাতে খুব অর্থ, ব্যবসায়িক কৌশল বা সময় কোনওটাই খুব বেশি প্রয়োজন হয় না৷ শুধু গ্রাহকদের নিজের দোকান বা ব্যবসা সম্পর্কে অবগত করতে হয় এবং আকৃষ্ট করতে হবে৷ সেই সঙ্গে অবশ্যই সবজি এবং ফল টাটকা-ভালো হতে হবে৷
পশু-পাখিদের খাদ্য উৎপাদনের ব্যবসা (Animal feed Making Business)-
সবজি বা ফলের ব্যবসা করতে না চাইলে উপরোক্ত ব্যবসা শুরু করতে পারেন৷ দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা এবং মুরগী পালন (Dairy Farming, Poultry Farming)-এর সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ পশুপালকেরাও এই ব্যবসার সঙ্গে অনেকে যুক্ত থাকেন৷ এর চাহিদাও প্রচুর৷ তাই কম সময়ে রোজগারও ভালো করতে পারবেন৷
পানীয়ের ব্যবসা (Drinks and Table Water Retailing Business)-
গরমের সময় এর থেকে ভালো ব্যবসা আর কিইবা হতে পারে৷ ঠাণ্ডা পানীয় বা জলের বোতল বিক্রি সারাবছরই হয়৷ তবে গ্রীষ্মকালে এর চাহিদা সবথেকে বেশি হয়৷ এই ব্যবসাতে বেশি পুঁজির যেমন প্রয়োজন হয় না, তেমনই খুব কম সময়ের মধ্যেই এই ব্যবসায় লাভের মুখ দেখার সুযোগ থাকে৷ তবে এই ব্যবসার জন্য ফ্রিজ অত্যাবশ্যক৷ তাই সেই বিষয়টি মাথায় রাখতে হবে৷
পেপার প্লেটের ব্যবসা -
এর চাহিদার পিছনে কারণ হিসেবে রয়েছে সময় এবং পরিশ্রমের সাশ্রয়৷ খাওয়া-দাওয়াতে এই ধরণের কাগজের থালা-বাটি-গ্লাস ব্যবহারে তা সহজেই ফেলে দেওয়া যায়, এবং ধুয়ে রাখার প্রয়োজন হয় না৷ ফলত পরিশ্রম অনেকটাই কমে যায়৷ পাশাপাশি এটি প্লাস্টিক নয়, পেপার (বা শাল পাতার থালা) থেকে এটি তৈরি হওয়ায় এর থেকে দূষণের সম্ভাবনাও থাকে না৷ তাই এই ধরণের একটি ব্যবসার (Paper Plate Business) সঙ্গে নিজেকে যুক্ত করার পরিকল্পনা করতেই পারেন৷
আরও পড়ুন - Profitable Small Business - মফঃস্বলের যুবকদের জন্য স্বল্প অর্থ বিনিয়োগে কয়েকটি লাভজনক ব্যবসা
পুঁজি কম থাকলে ছোট স্তরে এই ব্যবসা শুরু করতে পারেন৷ মোটামুটি ৩০ হাজার টাকার মধ্যে মেশিনের মাধ্যমে করতে পারবেন৷ বড় স্তরে করতে চাইলে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে আরও ১০-১৫ হাজার টাকা বেশি লাগতে পারে৷ তবে মেশিন কেনার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে দেখে কিনবেন৷
এভাবেই বর্তমানে কঠিন পরিস্থিতিতে খুব কম সময়ের মধ্যেই আপনি এই তিনটি ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারবেন এবং সঠিক ভাবে ব্যবসা করতে পারলে লাভের মুখও দেখবেন৷
আরও পড়ুন - Profitable Business - বর্ষাকালে এই ব্যবসা করে আয় করুন প্রচুর মুনাফা
Share your comments