Agri Business Startup - মাত্র দশ হাজার টাকা ব্যয়ে বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, আয় হবে প্রচুর

কোভিডের কারণে সারা দেশে লকডাউন। ফলে অনেক কৃষকই প্রচলিত কৃষিকাজ থেকে অতিরিক্ত অর্থ উপার্জনে ব্যর্থ। বেশীরভাগ ক্ষেত্রেই তারা কৃষি খাতে নতুন লাভজনক ব্যবসা শুরু করতে চান, কিন্তু উপযুক্ত ধারণা ও তথ্যের অভাবে তারা বুঝে উঠতে পারেন না কোন ব্যবসা করলে স্বল্প পুঁজি বিনিয়োগ করে তারা লাভবান হবেন।

KJ Staff
KJ Staff
Profitable Agri Business
Agriculture Business (Image Credit - Google)

কোভিডের কারণে সারা দেশে লকডাউন। ফলে অনেক কৃষকই প্রচলিত কৃষিকাজ থেকে অতিরিক্ত অর্থ উপার্জনে ব্যর্থ। বেশীরভাগ ক্ষেত্রেই তারা কৃষি খাতে নতুন লাভজনক ব্যবসা শুরু করতে চান, কিন্তু উপযুক্ত ধারণা ও তথ্যের অভাবে তারা বুঝে উঠতে পারেন না কোন ব্যবসা করলে স্বল্প পুঁজি বিনিয়োগ করে তারা লাভবান হবেন।

দেখে নিন স্বল্প বিনিয়োগে লাভজনক কয়েকটি ব্যবসা, যা ক্ষুদ্র পর্যায় থেকে শুরু করে বড় স্তরে লক্ষ লক্ষ টাকা মুনাফা দেবে আপনাকে

অনলাইন ফল-সবজি বিক্রির ব্যবসা (Online business) –

এই ব্যবসা শুরু করার জন্য বেশি পুঁজির প্রয়োজন নেই৷ তবে এর জন্য জায়গা এবং বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে৷ আপনি সহজেই ফল-সবজি অনলাইনে বিক্রি করতে পারেন চাইলে৷ বর্তমানে বেশিরভাগ জিনিসপত্রই ডিজিটাল হয়ে গিয়েছে৷ আর স্মার্টযুগে স্মার্টলাইফে আপনি আপনার সবজি, ফল এসব কিছুও অনলাইনে বিক্রি করে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন এবং ভালো মূল্যও পাবেন৷

ডেয়ারি ফার্মিং ব্যবসা –

বিশ্বে সর্বত্র এই ব্যবসা খুবই জনপ্রিয়৷ ব্যবসা করার পরিকল্পনা থাকলে এই বিকল্পের কথা ভাবতেই পারেন৷ এই ব্যবসাতে বেশি বিনিয়োগের প্রয়োজন (Low Investment Business) হয় না৷ এমন সহজলভ্য ডেয়ারি প্রোডাক্টের এই ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারলে লাভের মুখ দেখতে পারেন৷

মাশরুম চাষের ব্যবসা -

মাশরুমের (Mushroom Business) সবসময়ই চাহিদা তুঙ্গে৷ আর তাই সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তে মাশরুমের চাষ হয়ে থাকে৷ এই ব্যবসাও কম সময়ে বেশি মুনাফা করার সুযোগ দেয়৷ তাই অনেকেই এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করে থাকেন৷

সূর্যমুখী চাষের ব্যবসা -

সূর্যমুখীকে বাণিজ্যিক নগদ শস্যও বলা হয়। এটির চাষ শুরু করার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন জমি। মধ্যম পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারেন। সূর্যমুখীর বীজ থেকে শুরু করে প্রতিটি অংশেরই চাহিদা রয়েছে বিভিন্ন খাতে। লাভজনক ফসলের মধ্যে এটি অন্যতম।

মাছ চাষ -

আপনি বছরের যে কোনও সময় এই ব্যবসাটি শুরু করতে পারেন। মৎস্য চাষের জন্য প্রয়োজন আধুনিক কৌশল এবং মধ্যম পুঁজি বিনিয়োগ। অভিজ্ঞমণ্ডলীর পরামর্শ নিয়ে এই ব্যবসা শুরু করলে প্রভূত লাভের সম্ভবনা রয়েছে।

গার্ডেনিং-

এটিও এক ধরণের লাভজনক ব্যবসা৷ যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে৷ এই গার্ডেনিং-এ (Gardening) বিভিন্ন ধরণের গাছ-ফল-ফুল করা হয় এবং তার নার্সারি থেকে বা অনলাইনে বিক্রি করে ভালো উপার্জন করা সম্ভব৷ তবে পরিচর্যাতে সময় দিতে হবে, না হলে গাছ-গাছালির ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ আপনি চাইলে অনলাইনেও গাছ বিক্রি করতে পারেন৷

জৈব ফার্ম গ্রিন হাউস -

জৈবিকভাবে বিকশিত কৃষি পণ্যের চাহিদা গত কয়েক বছরে লক্ষণীয় ভাবে বেড়েছে। রাসায়নিক পণ্য ও সারের মাধ্যমে উত্পন্ন খাবার অস্বাস্থ্যকর। এই ঝুঁকি এড়াতে মানুষের কাছে জৈব খাবারের চাহিদা বাড়ছে। এর ফলে কৃষি ব্যবসায়ের বিকাশ ঘটেছে । এই ব্যবসা শুরু করে সহজেই অতিরিক্ত উপার্জনও করতে পারেন।

 এভাবেই ছোট ছোট ব্যবসায় মোটামুটি ১০-১৫ হাজার টাকা বিনিয়োগে (Low Investment Business) আপনি উপার্জন করতে পারবেন৷ প্রাথমিকভাবে শুরু করতে হলে এগুলি ভালো বিকল্প, তবে ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে নিতে পারেন৷ সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে মুনাফাও পাওয়া যেতে পারে৷

আরও পড়ুন - সার্টিফায়েড সীড কি? কীভাবে চিনবেন কৃষকবন্ধুরা সার্টিফায়েড সীড, রইল বিস্তারিত

এগুলি ছাড়াও, এমন অনেক ব্যবসা রয়েছে, যা শুরু করে আপনি অতিরিক্ত উপার্জন করতে পারবেন। যেমন - ফলের রস উত্পাদন, প্রাণী খাদ্য উত্পাদন, কাজু-বাদাম প্রক্রিয়াজাতকরণ, চিনাবাদাম প্রক্রিয়াজাতকরণ, চিংড়ি চাষ, শূকরশালা, ফিশ হ্যাচারি, মশলা প্রক্রিয়াকরণ, সয়াবিন প্রসেসিং, সবজি চাষ, চা ব্যবসা, রজনীগন্ধা চাষ, ই-শপিং পোর্টাল, ক্যাকটাসের ব্যবস্থা, ঔষধি উদ্ভিদ চাষ, ভুট্টা চাষ ইত্যাদি।

আরও পড়ুন - Rabbit Farming – এই ব্যবসা করে বছরে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার লাভ করুন সহজেই

Published On: 13 May 2021, 08:50 AM English Summary: Start this business at home by spending only ten thousand rupees & earn more

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters