এই মাসে এবং আগামী মাসে কোন কোন সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন দেখুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি (Govt Jobs Notice For All States)

(Govt Jobs Notice For All States) ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর - এ (ANIMAL RESOURCES DEVELOPMENT) কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

KJ Staff
KJ Staff
Govt Jobs Notice For All States
Govt Jobs (Image Credit - Google)

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। এই মাসেই আবেদন করুন রাজ্য তথা দেশের যে কোন প্রান্ত থেকে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর - এ (ANIMAL RESOURCES DEVELOPMENT) কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিবরণ (Vacancies) –

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যানিমেল রিসোর্সেস ডেভলপমেন্ট ইত্যাদি পদে প্রার্থী নিয়োগ করা হবে। মোট ১২ টি শূন্যপদ রয়েছে।

বেতন - 

পদের উপর নির্ভর করে বেতন ধার্য করা হবে ৫৬,১০০/- থেকে ১,৪৪,৩০০/- টাকা।

আবেদনকারীর বয়সসীমা (Age) -  

২০২১ সালের ১ লা জানুয়ারি হিসাবে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় রয়েছে ছাড়।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications) -

১) আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় দক্ষ হতে হবে।

২) প্রার্থীকে এগ্রিকালচার/ভেটেরিনারি সায়েন্স/Animal Husbandry বিষয়ে ডিগ্রী কোর্স-এ পাশ হতে হবে।

৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৪) এগ্রিকালচার বা Veterinary Science - বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন - ইনটেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau Job Application Procedure) -তে চাকরি করতে চান? এই পদ্ধতিতে আবেদন করুন

আবেদন ফি:

জেনারেল এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ২১০ টাকা টাকা। বিশেষ শ্রেণী যেমন এসসি এসটি এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন ফি শূন্য।

আবেদন পদ্ধতি (Application Procedure) -

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। আগামী ১ লা ফেব্রুয়ারি, ২০২১, পর্যন্ত এই আবেদন গৃহীত হবে।

যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা আবেদন জানাবেন - www.wbpsc.gov.in

আরও পড়ুন - SSC CHSL সরকারের ৬৫০৬ টি শূন্য পদে নিয়োগ, আবেদন করুন এই পদ্ধতিতে (Govt Job For All State In India)

Published On: 15 January 2021, 09:31 PM English Summary: Which government jobs can you apply for this month and next month? See details

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters